1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত সারে ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক কালাইয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ রিলিজের পরই সাড়া ফেলেছে ‘যোগফলে হয় ভুল’, প্রশংসিত নির্মাতা জয় রাফি চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে : মুহাম্মদ আফাজ উদ্দিন ২ কেজি গাঁজাসহ টাঙ্গাইলের দুই যুবক গ্রেফতার, আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না :: কাদের সিদ্দিকী নির্বাচন বানচালের জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত: কে এম মামুনুর রশিদ জয়পুরহাটে সাবেক এমপি গোলাম মোস্তফার বিশাল জনসভা অনুষ্ঠিত

আশাশুনিতে পৈতৃক পুকুর ঘিরে উত্তেজনা: চলাচলের পথ বন্ধ, মাছ লুটের অভিযোগ!

মোঃ কামরুজ্জামান
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বালিয়াখালী গ্রামে পৈতৃক সম্পত্তির একটি পুকুর ঘিরে বিরোধ চরমে উঠেছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়া ও পুকুরের মাছ জোরপূর্বক ধরে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম গাজী ও তাঁর পরিবার। বর্তমানে ওই পরিবার ভেলায় চড়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ২২ মার্চ। ওইদিন সকাল ৯টার দিকে প্রতিপক্ষের একদল লোক জাল ও বাঁশ নিয়ে পুকুরটিতে হাজির হয়। তারা জোরপূর্বক মাছ ধরার পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুরো পুকুর। বাধা দিতে গেলে প্রথম পক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।রাজুল ইসলাম জানান, পুকুরটি তাঁর পিতার পৈতৃক সম্পত্তির অংশ, যেখানে বহু বছর ধরে তাঁর ভাই-বোনদের সঙ্গে মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মাছ ছিল। প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক সেই সব মাছ ধরে নিয়ে গেছে। এখন পুকুরে কিছুই অবশিষ্ট নেই।তিনি আরও বলেন, পুকুরের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় তাঁদের চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে তাঁরা ভেলা বানিয়ে পাড়াপাড় করছেন। এতে নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে স্থানীয় শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করে জানা গেছে, উক্ত জমি ও পুকুর দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখলে রয়েছে এবং সেখানে নিয়মিত মাছ চাষ করা হচ্ছিল। সরেজমিন তদন্তেও তা নিশ্চিত হয়েছে। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।ঘটনার পর প্রথম পক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছেন, যাতে প্রতিপক্ষকে পুকুরে প্রবেশ, মাছ ধরা ও চলাচলের পথে বাধা দেওয়ার কার্যক্রম থেকে বিরত রাখা যায়।এ বিষয়ে প্রতিপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট