সাতক্ষীরার আশাশুনি উপজেলার বালিয়াখালী গ্রামে পৈতৃক সম্পত্তির একটি পুকুর ঘিরে বিরোধ চরমে উঠেছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়া ও পুকুরের মাছ জোরপূর্বক ধরে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম গাজী ও তাঁর পরিবার। বর্তমানে ওই পরিবার ভেলায় চড়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।
ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ২২ মার্চ। ওইদিন সকাল ৯টার দিকে প্রতিপক্ষের একদল লোক জাল ও বাঁশ নিয়ে পুকুরটিতে হাজির হয়। তারা জোরপূর্বক মাছ ধরার পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুরো পুকুর। বাধা দিতে গেলে প্রথম পক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।রাজুল ইসলাম জানান, পুকুরটি তাঁর পিতার পৈতৃক সম্পত্তির অংশ, যেখানে বহু বছর ধরে তাঁর ভাই-বোনদের সঙ্গে মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মাছ ছিল। প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক সেই সব মাছ ধরে নিয়ে গেছে। এখন পুকুরে কিছুই অবশিষ্ট নেই।তিনি আরও বলেন, পুকুরের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় তাঁদের চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে তাঁরা ভেলা বানিয়ে পাড়াপাড় করছেন। এতে নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে স্থানীয় শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করে জানা গেছে, উক্ত জমি ও পুকুর দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখলে রয়েছে এবং সেখানে নিয়মিত মাছ চাষ করা হচ্ছিল। সরেজমিন তদন্তেও তা নিশ্চিত হয়েছে। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।ঘটনার পর প্রথম পক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছেন, যাতে প্রতিপক্ষকে পুকুরে প্রবেশ, মাছ ধরা ও চলাচলের পথে বাধা দেওয়ার কার্যক্রম থেকে বিরত রাখা যায়।এ বিষয়ে প্রতিপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com