1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা রামনাবাদ নদীর ভাঙনে টেকসই বেড়িবাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন – দুর্ভোগে দক্ষিণাঞ্চলের মানুষ! পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন ও চেক বিতরণ ‎রংপুরে টাকার অভাবে মারা যায় কয়েক শত রোগী, সমাজসেবার প্রক্রিয়াগত ভুলে ভুয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনার আমিনপুরে বিক্ষোভ মিছিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রকে হত্যার চেষ্টা থানা অভিযোগ! গড়দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি কুষ্টিয়া শাপলা চত্বরে এনপিপি’র প্রথম জনসমাবেশে জনতার ঢল অনুষ্ঠিত নির্বাচন ও কিছু কথা! কালিহাতীতে মানসিক প্রতিবন্ধীর উপর গরম পানি ঢেলে বর্বরতা! বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, তলিয়ে গেছে গলাচিপা পৌরসভার অনেক এলাকা

যেখানে স্বপ্নরা অপেক্ষায় থাকে!

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

চট্টগ্রামের স্টেশন রোডের শেষ মাথায় একটা ছোট্ট গলি। সেখানে প্রতিদিন ধুলোমাখা পায়ে হাঁটে রাহিম নামের এক শিশু। তার গায়ের জামাটি ছেঁড়া, চোখে তবুও অদ্ভুত এক জ্যোতি—যেটা স্বপ্ন দেখায়। একদিন সে হয়তো স্কুলে যাবে, হয়তো একদিন একটা খেলনা গাড়ি পাবে, কিংবা একটা গল্পের বই যেখানে লেখা থাকবে তার নিজেরই মতো কোনো ছোটো ছেলের কথা।
হঠাৎ একদিন মাইকিং শুনল রাহিম—
“আসছে শুক্রবার, ২৩ মে, বিকেল ৪টা, চট্টগ্রাম শিশু একাডেমিতে আয়োজিত হচ্ছে ‘ইচ্ছেপূরণ’ — পথশিশুদের জন্য ভালোবাসার আয়োজন।”
এই ঘোষণা যেন রাহিমের কানে নয়, মনে বাজল। আয়োজন করেছে “মানবিক চট্টগ্রাম”, আর আহ্বায়ক নূর জামাল চৌধুরী। বলা হচ্ছে, এই দিনে পথশিশুদের দেয়া হবে উপহার, খাবার, আর কিছু না বলা স্বপ্নের বাস্তব রূপ। কোনো শিশু ফিরবে না খালি হাতে, না খালি মনে।
এখনও অনুষ্ঠান হয়নি। কিন্তু শহরের বাতাসে একটা আশা ছড়িয়ে পড়েছে। ছোট ছোট মুখগুলো যেন গুনছে দিন, অপেক্ষায় আছে মুহূর্তটির—যখন কেউ তাদের নাম ধরে ডাকবে, তাদের হাতে কিছু তুলে দেবে, বলবে—”তুমিও আমাদের মতোই, তুমিও অধিকার রাখো স্বপ্ন দেখার।”
রাহিম প্রতিদিন শিশু একাডেমির পাশ দিয়ে হেঁটে যায়, যেন জায়গাটার গায়ে তার ভবিষ্যতের ছায়া লেগে আছে। হয়তো ওই শুক্রবার বিকেলেই সত্যি হয়ে উঠবে তার অনেক দিনের না বলা চাওয়া—একটা ব্যাগ, একটা খাতা, আর একজন মানুষ—যে তাকে গুরুত্ব দিয়ে বলবে, “তুমি পারবে, রাহিম!”
এই অনুষ্ঠান শুধু একটি আয়োজন নয়, এটি সমাজের উপেক্ষিত শিশুদের সঙ্গে একটা মানবিক প্রতিশ্রুতি। নূর জামাল চৌধুরীর নেতৃত্বে ‘মানবিক চট্টগ্রাম’-এর এই উদ্যোগ পথশিশুদের চোখে নতুন আলো জ্বালাবে। আমরা অপেক্ষায় আছি সেই শুক্রবার বিকেলের, যখন শহরটা একটু বেশি সুন্দর হয়ে উঠবে—কিছু ছোট মুখের হাসিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট