1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা রামনাবাদ নদীর ভাঙনে টেকসই বেড়িবাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন – দুর্ভোগে দক্ষিণাঞ্চলের মানুষ! পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন ও চেক বিতরণ ‎রংপুরে টাকার অভাবে মারা যায় কয়েক শত রোগী, সমাজসেবার প্রক্রিয়াগত ভুলে ভুয়া ও জাল দলিলের মালিকদের বিচারের দাবিতে পাবনার আমিনপুরে বিক্ষোভ মিছিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রকে হত্যার চেষ্টা থানা অভিযোগ! গড়দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি কুষ্টিয়া শাপলা চত্বরে এনপিপি’র প্রথম জনসমাবেশে জনতার ঢল অনুষ্ঠিত নির্বাচন ও কিছু কথা! কালিহাতীতে মানসিক প্রতিবন্ধীর উপর গরম পানি ঢেলে বর্বরতা! বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, তলিয়ে গেছে গলাচিপা পৌরসভার অনেক এলাকা

বায়েজিদে সাংবাদিক নামধারীসহ চার চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫

বায়েজিদে সাংবাদিক নামধারীসহ চার চাঁদাবাজ গ্রেপ্তার: ওসি আরিফের নেতৃত্বে পুলিশি অভিযান”
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পুলিশের অভিযানে সাংবাদিক পরিচয়ধারী একজনসহ মোট চারজন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (১৬ মে) রাতে অক্সিজেন এলাকার স্টারশিপ গলিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন—মোঃ মুন্না হোসেন রনি, মোঃ ফাহিম, হাটহাজারীর দিন মদিনা ঘাট এলাকার কথিত অনলাইন পোর্টাল ‘সরজমিন বার্তা’র সাংবাদিক পরিচয়ধারী মোঃ জসিমের ছেলে মিজানুর রহমান সাঈদ এবং তার সহযোগী ওয়াহেদ।
ভুক্তভোগী মোঃ জয়নাল নামে একজন জানান, স্টারশিপ গলিতে তাকে একটি সংঘবদ্ধ চক্র মারধর করে ও সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এক অটোরিকশায় করে জয়নালকে নিয়ে যায় হাটহাজারীর নয়ারহাট এলাকায় সাঈদ ও ওয়াহেদের অফিসে। সেখানে রাত ১টা পর্যন্ত আটকে রেখে তার মোবাইল ফোন রেখে দেওয়া হয়।
পরে ওই মোবাইল ফোনে থাকা ব্যক্তিগত ভিডিও ক্লিপ জোরপূর্বক ধারণ করে রাখা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জয়নালের কাছে চাঁদা দাবি করা হয়।
ওসি মোঃ আরিফুর রহমান জানান, “আটককৃতরা এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা (নং-৩৭, তারিখ: ১৬/০৫/২০২৫) দায়ের হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩৮৫/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এই চক্রের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ থাকলে সেগুলোরও তদন্ত চলবে।
এই অভিযানে ওসি আরিফের নেতৃত্ব ও দ্রুত পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, পুলিশের এই ধরনের সক্রিয়তা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট