ঐতিহ্যবাহী চট্টগ্রাম কর আইনজীবী সমিতির (Chittagong Taxes Bar Association) নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ-২০২৫ এর অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইমাম উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “দেশে কর আইনজীবীদের অধিকার সুরক্ষা এবং সুষ্ঠু পেশাগত পরিবেশ গঠনের লক্ষ্যে একটি স্বতন্ত্র ট্যাক্স কাউন্সিল অপরিহার্য। এ লক্ষ্যে আমি পার্লামেন্ট বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনায় সহায়তা করবো।” তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ পথচলায় সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম ভূঁইয়া (শিমুল)। তিনি বলেন, “নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ সদস্যগণ এই পেশার সম্মান রক্ষা ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। কর আইনজীবীদের দাবিদাওয়া আদায়ে প্রয়োজনে আমরা সমন্বিত আন্দোলনেও যাবো।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কর আইনজীবী জনাব রমিজ উদ্দিন আহমেদ। তিনি কর প্রশাসনের বিভিন্ন জটিলতা, করদাতাদের হয়রানি এবং কর আইনজীবীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। বলেন, “সমস্যা নিরসনে কর কমিশনারদের সঙ্গে সমন্বয় ও কার্যকর ভূমিকা নেওয়া হবে।”
বিশেষ অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নবনির্বাচিত কমিটিকে যেকোনো ধরনের পেশাগত প্রতিবন্ধকতা মোকাবেলায় তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “কোনো সদস্য পেশাগতভাবে সমস্যায় পড়লে আমি পাশে থাকবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর কমিশনার-০৩ চট্টগ্রাম মোঃ মঞ্জুর আলম; ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম. মাহবুবুস সালেকিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের মজুমদার (মেজবাহ); চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা; প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান; অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর; অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক; অ্যাডভোকেট আবদুস সাত্তার; অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী প্রমুখ।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, কর আইনজীবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার, যারা কর আদায়ে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। তাঁদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি কর অবন (কর প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান) প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।
সভা শেষে সভাপতি মোহাম্মদ আবুল কালাম তাঁর সমাপনী বক্তৃতায় বলেন, “এই কমিটির প্রধান দায়িত্ব হবে সদস্যদের কল্যাণে কাজ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ বজায় রাখা।” তিনি সকল অতিথি ও উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম কর আইনজীবী সমিতি দেশের অন্যতম পুরাতন ও গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশন হিসেবে বিবেচিত।