চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের গোপন অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্ম সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শরিফ (৩১), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মৃত হোসেন আহমদের ছেলে। পুলিশ জানায়, শরিফ দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
এদিন, বাঁশখালী থানার এসআই (নিঃ) মো. জামাল হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় ওঁৎ পেতে থাকে। সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করেই তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,
“আমরা গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। ধৃত শরিফ একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৩৮ ধারায় মামলা (নম্বর-০৪, তারিখ-০১/০৫/২০২৫) রুজু করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।”
তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে বাঁশখালী থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসার সাথে জড়িত কেউ রেহাই পাবে না। সাধারণ জনগণের সহযোগিতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় এলাকাবাসী পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানায়, পুইছড়ি ও আশপাশের এলাকায় মাদক কারবারিদের চলাফেরা ও মাদক সরবরাহের একটি গোপন রুট গড়ে উঠেছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আরও কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানের দাবি জানান।