পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে সংঘবদ্ধ নারী চোরচক্রের ৩ সদস্য। এরা শুধু আজ নয় এর আগেও একাধিকবার একই কায়দায় চুরি করেছে। এক ভুক্তভোগী বলেন আমার নিজ পরিবারের সদস্য—আমার বোন ও ভাগ্নীর স্বর্ণের চেইন এদের হাতেই দুইবার চুরি হয়েছে। শুধু আমাদের নয়, আরও অনেক রোগী ও স্বজনদের সঙ্গেও ঘটেছে একই ঘটনা।
সাধারণ মানুষের দাবী
এদের কাউকেই ছাড়া দেওয়া চলবে না।
এই চক্রকে এখনই দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
চোরদের গণধোলাই নয়, আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।তদন্তের মাধ্যমে এদের বিরুদ্ধে আগের অভিযোগগুলো খুঁজে বের করতে হবে ।
এই চক্রের পেছনে কোনো পুরুষ সদস্য বা মূলহোতা থাকলে তাকেও খুঁজে বের করতে হবে।হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে হবে প্রবেশপথে চেকপোস্ট ও পর্যবেক্ষণ বাড়াতে হবে।চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা বারবার ঘটবে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায় সাধারণ মানুষ ।