1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি ঘোড়াঘাটে ৩৪ টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আলিফা পুতুল: বৈশাখী বাতাসে এক ডানাকাটা পাখির গান

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বৈশাখ আসে প্রতিবার, নব সূর্যের আহ্বানে। আসে হৃদয়ে উন্মাদনা, জীবনে নতুনের রঙ ছড়াতে। কিন্তু এবারের বৈশাখ যেন গানে-ভাসা এক অনন্য অধ্যায় হয়ে উঠল—যার কেন্দ্রজুড়ে ছিলেন এক শিল্পী, যার নামেই যেন সুরের অভিষেক ঘটে—আলিফা পুতুল।
বাটালি হিলের সবুজ ঘেরা শতায়ু অঙ্গনের মঞ্চে, বৈশাখী বিকেলের আড়ালে যখন পাখির কূজন আর মৃদু বাতাসের দোলায় প্রকৃতি আপন সুরে কথা বলছিল, তখনই সেই সুরের ঢেউয়ে ভেসে উঠলেন তিনি—আলিফা পুতুল। একে একে গাইলেন “একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে”, “আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা”, “এই মন তোমাকে দিলাম”—প্রতিটি গান যেন একেকটি মনছোঁয়া গল্প, যা হৃদয়ের গোপন কোনে গোপনে গেঁথে যায়।
পুতুলের কণ্ঠে গান শুধু গান নয়, এক নিঃশব্দ বিপ্লব। আজকের সময়ে যখন অনেকেই জনপ্রিয়তার পেছনে ছুটে লোকদেখানো গান গেয়ে মঞ্চ দখল করেন, তখন পুতুল যেন তার গানে এক নির্মল বাতাসের স্পর্শ এনে দিলেন। তার গানে নেই বাহুল্য, নেই কৃত্রিমতা, নেই আত্মপ্রচারের চাতুর্য—ছিল শুধু গভীর আত্মমগ্নতা আর মাটি-ঘ্রাণমাখা এক শিল্পসত্তা।
অনুষ্ঠানের এক ফাঁকে যখন তার সাথে কথা বলার সুযোগ হলো, আমি বুঝে গেলাম—আমি কেবল একজন উদীয়মান শিল্পীর সঙ্গে কথা বলছি না, কথা বলছি যেন এক ডানাকাটা পরির সঙ্গে, যার কণ্ঠে গান যেমন সুন্দর, মানুষ হিসেবেও তেমন বিনয়ী, লাজুক ও ভদ্র। তার সঙ্গে ছিলেন তাঁর মা—যিনি যেন আলিফার জীবনের ছায়াসঙ্গী। আলিফা জানালেন—বাবার কর্মসূত্রে চট্টগ্রামের মেয়ে হলেও, তার মায়ের বাড়ি কুমিল্লা। ছোটবেলা থেকেই গান শিখেছেন, এখনো শেখেন—বিশেষত ক্ল্যাসিকাল সংগীত। গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে।
এই অল্প সময়ে অনেক কথা হলো, অনেক ভাবনার আদান-প্রদান ঘটল। আমি তাকে আমার লেখা পড়ে শোনালাম—যা আমি তার গান শুনতে শুনতে হৃদয় দিয়ে লিখেছিলাম। লেখাটি হাতে পেয়ে তার যে অসাধারণ আনন্দের ঝিলিক আমি দেখেছি, তা সত্যিই আমার লেখকজীবনের অন্যতম প্রাপ্তি। আমি জীবনে অসংখ্য শিল্পীকে নিয়ে টেলিভিশনে অনুষ্ঠান করেছি, সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু এই মেয়েটির চোখে যে সম্ভাবনার দীপ্তি দেখেছি, তা সত্যিই দুর্লভ।
আমার বিশ্বাস—যদি আমরা আলিফার মতো শিল্পীদের যথাযথ সহযোগিতা করি, তাহলে তারা শুধু একজন শিল্পী হয়ে থাকবেন না, হয়ে উঠবেন আমাদের জাতিসত্তার সাংস্কৃতিক প্রতিনিধি। তার গানে যে সরলতা, গভীরতা ও বাংলার আবেগ আছে, তা আজকের সময়ে বড় প্রয়োজন।
পুতুল দেখতে যেমন পুতুল, তেমনি তার কণ্ঠেও যেন পুতুলের মতোই এক নির্মল সৌন্দর্য রয়েছে। আমি চাই—এই মেয়েটি জাতীয় পর্যায়ে গান করার সুযোগ পাক, বাংলা গানের আসল আসনে জায়গা করে নিক। আমাদের সংস্কৃতিতে এমন শিল্পীর উত্থান মানে বাংলা গানের নবজন্ম।
বৈশাখের এই বিকেল যেমন কেটে গেছে, তেমনি বহু বৈশাখ আসবে-যাবে। কিন্তু বাটালি হিলের সবুজে ঘেরা সেই মঞ্চে, বৈশাখী হাওয়ার মাঝে যে কণ্ঠ বেজে উঠেছিল, তার সুর আজীবন রয়ে যাবে মনের গহিনে। সেই কণ্ঠের নাম—আলিফা পুতুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট