
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল।
বুধবার(২৬মার্চ)বিকেল ৫ টায় উপজেলা নির্ঝর কনভেনশন হলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় উপজেলা শাখার নবগঠিত কমিটির ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির ঘোষণা অনুষ্ঠান, এবং ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম সাথী,বসুরহাট এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি, মোহাম্মদ নাসিম ফারুকী, আব্দুল আলিম ভূঞাঁ সেক্রেটারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসাবে ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি হিসাবে প্রশান্ত কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি, গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম, উপজেলা প্রাথমিক শিক্ষকা অফিসার, নুরুল আলম সিকদার, আহ্বায়ক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, মাহমুদুর রহমান রিপন, সদস্য সচিব কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অধ্যক্ষ বেলায়েত হােসেন, আমির কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত, মাওলানা মোশারফ হােসেন,আমির বসুরহাট পৌরসভা জামায়াত।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ওমর ফারুক সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক,এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক,সুশীল সমাজ নেতৃবৃন্দ, এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ ।