1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প, মার্কিন হামলার প্রস্তুতির নিন্দা ভেনেজুয়েলার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর”

স্বামী হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার: চান্দগাঁও থানার ওসির নেতৃত্বে অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্বামী জাফর আলী চৌধুরী (৪৩) হত্যার ঘটনায় তার স্ত্রী রোমানা ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬:১০ থেকে ৬:৫৫-এর মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকার বি-বক, রোড নং-০৯, ডাক্তার ইছা চৌধুরীর বিল্ডিং-এর চতুর্থ তলার ফ্ল্যাট নং-৪/এ-তে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম মো. জাফর আলী চৌধুরীকে হত্যার ঘটনায় স্ত্রী রোমানা ইসলামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা নং-৩৪, তারিখ ২৩/০৩/২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রুজু করা হয়। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ নূরুল আমিন, এসআই মো. মোস্তাফিজুর রহমান, নারী এএসআই সালমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২৩ মার্চ ভোর ৩:৪০টায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে অভিযুক্ত রোমানা ইসলামকে গ্রেফতার করে।

ভিকটিমের পরিচয়:

নিহত মো. জাফর আলী চৌধুরী (৪৩), পিতা- জানে আলম চৌধুরী, মাতা- মোমেনা আলম চৌধুরী, বর্তমান ঠিকানা- জালালাবাদ হাউজিং সোসাইটি, মেম্বার গলি, খুলশী, চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: রোমানা ইসলাম (৩৪), স্বামী- মৃত জাফর আলী চৌধুরী, পিতা- মো. ফয়জুল ইসলাম, মাতা- দিলরুবা ইসলাম। ওসি মো. আফতাব উদ্দিন জানান, “এই হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।” এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হত্যার পেছনে পারিবারিক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট