1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ নীলফামারীতে বিদেশি ফল রাম্বুটান চাষাবাদ করে সাফল নারী কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তার

নাছির ও জমির—প্রবাসের মাটিতে বন্ধুত্বের সোনালি বিকেল

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

দীর্ঘ ২৭ বছর কারাগারের নিঃসঙ্গতা, গাঢ় অন্ধকার আর নির্জনতার পর মুক্ত বাতাসে ফিরে আসা এক মানুষের অনুভূতি কেমন হতে পারে? হয়তো তা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু নাছির ভাইয়ের চোখের তারায়, চেহারার গাম্ভীর্যে, আর কথার গভীরতায় সেই অভিব্যক্তি ধরা পড়ে। বন্দিদশার পর, নতুন করে জীবনকে ছুঁয়ে দেখার বাসনায় তিনি গেলেন পবিত্র ওমরাহ পালন করতে। জীবনের সকল গ্লানি, সকল দুঃখ আর ক্লান্তি যেন মক্কা-মদিনার পবিত্র বাতাসে ধুয়ে ফেলতে চাইলেন তিনি।
ওমরাহ শেষে যখন জেদ্দার শহরে এলেন, তখনই দেখা হলো বহুদিনের পুরনো বন্ধু জমিরের সঙ্গে। সৌদি আরবের প্রবাসজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করা জমির এখন অনেক ব্যস্ত মানুষ, কিন্তু বন্ধুত্বের ডাক উপেক্ষা করা তার স্বভাব নয়। পুরনো বন্ধুর জন্য হৃদয় উজাড় করে দেওয়া, আতিথেয়তার উষ্ণতা ছড়িয়ে দেওয়া—এ যেন জমিরের সহজাত প্রবৃত্তি।
ছবিতে দেখা যাচ্ছে, জমিরের আমন্ত্রণে নাছির ভাইসহ আরও কয়েকজন মিলে বসে আছেন একসঙ্গে। রাস্তার পাশে লাল কার্পেট পেতে, হাতে চায়ের কাপ আর আশেপাশে রাখা পানির বোতল—এ যেন প্রবাসী জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ। আলোচনার বিষয়বস্তু অবশ্যই পুরনো দিনের স্মৃতি, কারাগারের নির্মমতা, জীবনসংগ্রাম, এবং ভবিষ্যতের নতুন দিগন্ত। নাছির ভাইয়ের মুখে তখন হয়তো তৃপ্তির হাসি, হয়তো দুঃখবোধও, তবে নিশ্চিতভাবেই এটি এক নতুন শুরুর গল্প।
নাছির ভাইয়ের বসার ভঙ্গি আর চোখের দৃষ্টিতে একধরনের আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। মনে হয়, সৌদির এই ব্যস্ত শহরেও তিনি যেন ‘শেঠ’। সত্যিই, শেঠ যেখানেই যান, সেখানেই তার ব্যক্তিত্বের আলো ছড়িয়ে পড়ে। ২৭ বছরের নিঃসঙ্গতার পরেও জীবনের প্রতি তার এই আস্থা, বন্ধুত্বের প্রতি ভালোবাসা—এটাই তাকে সত্যিকারের মহৎ করে তুলেছে।
অন্যদিকে, জমির এক পরিপূর্ণ বন্ধু। যে-ই বাংলাদেশ থেকে সৌদি আরবে যান, তিনি তাদের পাশে দাঁড়ান, মেহমানদারির দায়িত্ব কাঁধে তুলে নেন। আমি নিজেও তার এই আন্তরিকতার সাক্ষী। ২০১১ সালে হজব্রত পালনের সময় আমি ছিলাম জমিরের অতিথি, আর তখনই বুঝেছিলাম, তার বন্ধুত্ব কতটা আন্তরিক, কতটা উষ্ণ।
আজকের এই ছবি কেবল একটি মুহূর্ত নয়, এটি একটি ইতিহাসের দলিল। এটি জীবনের উত্থান-পতনের সাক্ষ্য, বন্ধুত্বের এক অসাধারণ নিদর্শন। নাছির ভাই কারাগারের অন্ধকার কাটিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন, আর সেই যাত্রায় তার পাশে আছেন প্রিয় বন্ধুরা। সময়ের স্রোতে অনেক কিছু বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব চিরন্তন, অমলিন।
জেদ্দার এক বিকেলে এই লাল কার্পেটের ওপর বসে থাকা মানুষগুলো আমাদের শিখিয়ে দিলেন—সংগ্রামের পর মুক্তি আসে, বন্ধুত্ব কখনো পুরোনো হয় না, আর শেঠ কখনো হারায় না তার ঐশ্বর্য, সে যেখানেই থাকুক না কেন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট