1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা চট্টগ্রামের সাংবাদিকদের ঐক্য উৎসব পারকি সৈকতে গড়লো অভূতপূর্ব দৃষ্টান্ত পুলিশ হেফাজতে মৃত্যু মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে আনোয়ারায় বিক্ষোভ ও সড়ক অবরোধ! “বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার বিআরডিবি হল মিলনায়তনে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ।বিশেষ অতিথিদের উপস্থিতি ও বক্তব্য,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. খোরশেদ আলম, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওসমান গণি, সাবেক বিএনপি সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজি আবু আকতার, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক হেলাল উদ্দিন টিপু, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খসরু পারভেজ এবং বিএনপি নেতা সরোয়ার আলমগীর।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. মনজুর আলম, মো. লোকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সহসভাপতি ফারুক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, এমরান চৌধুরী, প্রভাষ চক্রবর্তী, এস. এম. নাঈম উদ্দিন, জাহিদ হাসান ও খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্য,
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রহমত উল্লাহ বলেন,
“সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের সত্য ও ন্যায়ের প্রতিচিত্র তারা তুলে ধরেন। সাংবাদিকতার নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে পেশাগত নৈতিকতা বজায় রেখে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার পেশায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীরা যদি সততা ও সাহসের সঙ্গে কাজ করেন, তাহলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে।”
অন্যান্য অতিথিদের বক্তব্য,অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক ঐক্যের প্রতীক। এই মাসে আত্মসংযমের পাশাপাশি মানবতার সেবায় আত্মনিয়োগ করাই প্রকৃত ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ।
বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের কলম সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
যুবদল নেতা বকতেয়ার,
পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি কামাল উদ্দিন,মাহমুদুল হক মেম্বার,
বৈষম্যবিরোধী আন্দোলনের মো. শাকিল ও মো. মামুন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক নজির আহমদ,
প্রধান শিক্ষক মো. ইলিয়াস,ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রিদুয়ানুল হক, বনী হাসান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আবু তালেব, সাংবাদিক প্রদীপ শীল, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা,
ঠিকাদার মো. ইউসুফ, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, যুবদল নেতা মো. সিরাজুল ইসলাম, দলিল লিখক কফিল উদ্দিন,
বিনয়বাশী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস,
সংস্কৃতিকর্মী সবুজ অরণ্যসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবছার। পরে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বোয়ালখালী প্রেসক্লাবের এই মহতী উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট