1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
“বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর সিএমপি কমিশনার ও পাঁচ ওসি পেলেন আইজিপি ব্যাজ সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন ওসি আফতাব উদ্দিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সূচনালগ্নের সাহসী পুরুষ ব্যারিস্টার মনোয়ার হোসেন! দৃষ্টি আকর্ষণ

রাঙামাটির রঙিন স্মৃতি: চট্টগ্রাম ০৮-১০ ব্যাচের আনন্দ ভ্রমণ

জিন্নাত আরা ঝিনুক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

শীতের সকাল। চট্টগ্রামের সিআরবি চত্বরের গাছগাছালি তখনো কুয়াশায় মোড়ানো। শহর জেগে উঠলেও যেন এখনো অলসতার আবরণ টেনে রেখেছে। কিন্তু এরই মধ্যে কোলাহল, হাসি-আড্ডায় সরগরম হয়ে উঠেছে এক দল প্রাণোচ্ছল তরুণ-তরুণী। এসএসসি ২০০৮ ও এইচএসসি ২০১০ ব্যাচের বন্ধুরা আজ একত্র হয়েছে এক বিশেষ উপলক্ষ্যে—বার্ষিক আনন্দ ভ্রমণ!

পঞ্চমবারের মতো আয়োজিত এই মিলনমেলা শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি বন্ধুদের পুরনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলার উপলক্ষ । আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় সবার জন্য প্রস্তুত রাখা হয়েছে টিশার্ট, শাল ও ফুল। একে একে সবাই এগিয়ে এসে সংগ্রহ করল তাদের উপহার। কেউ কেউ পরতেই ব্যস্ত, কেউ আবার বন্ধুদেরকে জড়িয়ে ধরে ছবি তুলতে ব্যস্ত।

রাঙামাটির পথে আনন্দযাত্রা

সকাল ঠিক ৮টায় দুইটি বাসে প্রায় ১১০ জনের উচ্ছ্বাসমুখর দল যাত্রা করল রাঙামাটির উদ্দেশে। বাসে উঠতেই শুরু হলো গান, গল্প, আড্ডা আর রসিকতার ধুম। জানালা দিয়ে ভেসে আসা শীতল বাতাস যেন সবাইকে উজ্জীবিত করে তুলল আরও বেশি। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে বাস, আর পাশ দিয়ে ছুটে চলেছে সবুজ প্রকৃতি।

 

একসময় পাহাড়ের ফাঁক গলে দেখা দিল কাপ্তাই হ্রদের নীল জলরাশি। সবাই তখন জানালার দিকে তাকিয়ে, মোবাইল আর ক্যামেরা হাতে তৈরি। পথের ধুলো ঝেড়ে, রাঙামাটি পৌঁছাতেই দেখা মিলল বিখ্যাত ঝুলন্ত সেতুর।

ঝুলন্ত সেতু ও লঞ্চ ভ্রমণ: প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া

সেতুর ওপর পা দিয়েই সবাই মুগ্ধ! নিচে স্বচ্ছ পানির ঢেউ, চারদিকে পাহাড়ের সারি, মাথার ওপরে মুক্ত নীল আকাশ—সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। কেউ দল বেঁধে ছবি তুলছে, কেউ আবার একা দাঁড়িয়ে উপভোগ করছে প্রকৃতির বিশুদ্ধতা। এরপর শুরু হলো লঞ্চ যাত্রা। বিশাল কাপ্তাই হ্রদের বুকে নৌযানটি যেন ধীরে ধীরে গড়িয়ে চলল স্বপ্নের রাজ্যে। সবার চোখে বিস্ময়—জলের মাঝে ছোট ছোট দ্বীপ, পাহাড়ের গায়ে মেঘের ছায়া আর সূর্যের আলোর খেলা। লঞ্চের ছাদে দাঁড়িয়ে সবাই প্রাণভরে শ্বাস নিচ্ছে, প্রকৃতির সৌন্দর্য যেন ফুসফুস ভরে নিচ্ছে।

এমনই এক মোহনীয় মুহূর্তে আয়োজকদের পক্ষ থেকে কাটা হলো কেক। সবাই করতালিতে ফেটে পড়ল। বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হলো, হাসি-আনন্দে লঞ্চের প্রতিটি কোণা যেন ঝলমল করে উঠল। মধ্যাহ্নভোজ ও প্রতিযোগিতা: প্রাণখোলা উৎসব

জুমার নামাজ শেষে শুরু হলো মধ্যাহ্নভোজ। আয়োজকদের বিশেষ ব্যবস্থায় সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল। টেবিল ভরে গেল নানা পদে, আর সবাই মহাখুশি হয়ে উপভোগ করল সেই খাবার।, খাওয়া শেষে শুরু হলো মূল বিনোদন পর্ব। প্রথমেই গান, কেউ একা, কেউ দলবেঁধে গাইছে, কেউ আবার নাচের তাল মেলাচ্ছে। তারপর শুরু হলো বিভিন্ন খেলা—চেয়ারের খেলা, বল নিক্ষেপ, বালিশ খেলা, আরও কত কী! চারপাশে তখন শুধুই হাসির রোল, উৎসবের আমেজ।

রাফেল ড্র: চমকের পর চমক!

সবচেয়ে আকর্ষণীয় ছিল রাফেল ড্র। কমিটির প্রধান কাজি সামি যখন মাইক্রোফোন হাতে নিয়ে নাম ঘোষণা করতে শুরু করলেন, তখন উত্তেজনায় সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। একেকটি নাম ঘোষণা হচ্ছে, আর পুরস্কার পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছে বিজয়ীরা। আনন্দের বাঁধন যেন খুলে গেল। কেউ পেল আকর্ষণীয় উপহার, কেউ পেল হাসির খোরাক। বিদায় রাঙামাটি, ফিরে দেখা স্মৃতি সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। লঞ্চ ফিরে এলো ঘাটে, আর বাসগুলো প্রস্তুত হলো ফেরার জন্য। সারাদিনের আনন্দ যেন এখনও সবার মনে রঙিন ছাপ ফেলে গেছে। বন্ধুদের কেউ কেউ বিদায়ের আগ মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়ল।

ফেরার পথে বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখা গেল, পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে রাঙামাটি। কিন্তু মনে রয়ে গেল সেই আনন্দের প্রতিটি মুহূর্ত, যা হয়তো জীবনভর হৃদয়ের কোণে জ্বলজ্বল করবে।

এই ভ্রমণ শুধু প্রকৃতি দেখা নয়, ছিল বন্ধুত্বের নতুন উপলব্ধি, স্মৃতির পুনর্জাগরণ। আয়োজকদের অক্লান্ত পরিশ্রম, বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতি আর রাঙামাটির সৌন্দর্যে এটি হয়ে থাকল এক স্মরণীয় অধ্যায়।

বন্ধুত্বের এই আনন্দগাথা যেন বারবার ফিরে আসে, নতুনভাবে, নতুন গল্প নিয়ে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট