1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বৃহত্তর কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত! গাইবান্ধায় সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নবীনগরে অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হালদায় বিষপ্রয়োগকারীদের তথ্য দিলেই পুরস্কার ঘোষণা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিহাতীর বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব–এম. জহির উদ্দিন স্বপন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খোকসায় জমিজমা সংক্রান্ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিল্ডিং বাড়ি  নির্মানে বাঁধা,

শেখ মোঃ আকরাম হোসেন 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের নিশ্চিতবাড়ীয়া গ্রামে  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে  ভায়ে ভায়ে দ্বন্দ্ব দালান নির্মানে মাঝে মধ্যে  বাঁধা, দালানের রাতে রড কর্তনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত আটটার সময় সু পরিকল্পিত ভাবে নিশ্চিতবাড়ীয়া নিজ বসত বাড়ীর আঙিনায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ এলাকার প্রভার শালী গোষ্ঠী  মৃত হাতেম বিশ্বাসের ছেলেদের মধ্যে এই  জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব  চলছে। মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে সাত্তার বিশ্বাস বলেন, আমরা আট ভাই তিন বোন সহ পাঁচ ভাই বাইরে চাকরি করে বাহিরে। তারা মাঝে মধ্যে বাড়ীতে আসে। চাকরি করার কারনে বাবার জমির ন্যায্যতা থেকে বঞ্চিত করে। সেই  সাথে তাদের সাথে দুব্যবহার করে। তার বড় ভাই আনছার আলী বিশ্বাস। ৫০ লক্ষ টাকার নির্মানকৃত দালানের ক্ষতিসাধন করার অভিযোগও উঠেছে। গত ২২/১২/২০২৪ ইং তারিখে তার সহধর্মিণী পলি আক্তার মারধোর করে। এ ঘটনার জেরে পলি আক্তার মাথায় ১৬ টি সেলাই সমস্ত শরীরে বেধড়ক মারপিঠের ঘটনা ঘটায়।

 

এই মারপিঠের আহত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  মারপিঠে  ঘটনায় জরিতরা হল, মোয়াজ্জেম আলী  বিশ্বাস, আনছার আলী বিশ্বাস, মোজাম্মেল আলী বিশ্বাস, মোফাজ্জল হোসেন বিশ্বাস, মকলেচুর রহমান টিপু, আলমিন বিশ্বাস, আরিফ বিশ্বাস।  এ ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরা মারপিট করেন। মৃত সামছদ্দিন বিশ্বাস ছেলে   আবু সাইদ বিশ্বাস কলেন,  দুই বছর ধরে হয়রানি করছে। এ পর্যন্ত ১০ জিডি করা হয়েছে। স্থানীয়  দশটি গ্রাম্য শালিস দরবার করেও নিস্কৃতি পাননি। পারিবারিক সুত্রে জানা যায়, বিশ্বাস গোষ্ঠির প্রায় ৪৫ বিঘা জমি থাকলেও ভায়ের ন্যায্যতা হিসাবে ১২/১৩ বিঘা জমি পায়। বড় ভাই আনছার আলী বিশ্বাসের ভায়ের ছেলেরা যৌবনদীপ্ত হওয়ায় জোড়জুলুম করে পেশী শক্তি ব্যবহার করে  ভায়ের ন্যায্য জমির অধিকার থেকে বঞ্চিত করেছে।  পুলিশ প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজের কাজ হয়নি। সরজমিন  গিয়ে দেখতে গেলে, আনছার আলী বিশ্বাসের সহধর্মিণী  নাজমা খাতুন বলেন দালানের কলামের রড  কর্তন করার সময় আমি নিষেধ করেছি।  কিন্তু আমার ছেলেরা ও আমার স্বামী মানে নাই। জোরপূর্বক  দালানের রড কর্তন করেছে। এ বিষয় খোকসা থানার অফিসার মঈনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি  নিয়ে থানায় একটি ডাইরি করেছে বিষয়টি  তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট