1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খোকসায় জমিজমা সংক্রান্ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিল্ডিং বাড়ি  নির্মানে বাঁধা,

শেখ মোঃ আকরাম হোসেন 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

 কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের নিশ্চিতবাড়ীয়া গ্রামে  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে  ভায়ে ভায়ে দ্বন্দ্ব দালান নির্মানে মাঝে মধ্যে  বাঁধা, দালানের রাতে রড কর্তনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত আটটার সময় সু পরিকল্পিত ভাবে নিশ্চিতবাড়ীয়া নিজ বসত বাড়ীর আঙিনায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ এলাকার প্রভার শালী গোষ্ঠী  মৃত হাতেম বিশ্বাসের ছেলেদের মধ্যে এই  জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব  চলছে। মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে সাত্তার বিশ্বাস বলেন, আমরা আট ভাই তিন বোন সহ পাঁচ ভাই বাইরে চাকরি করে বাহিরে। তারা মাঝে মধ্যে বাড়ীতে আসে। চাকরি করার কারনে বাবার জমির ন্যায্যতা থেকে বঞ্চিত করে। সেই  সাথে তাদের সাথে দুব্যবহার করে। তার বড় ভাই আনছার আলী বিশ্বাস। ৫০ লক্ষ টাকার নির্মানকৃত দালানের ক্ষতিসাধন করার অভিযোগও উঠেছে। গত ২২/১২/২০২৪ ইং তারিখে তার সহধর্মিণী পলি আক্তার মারধোর করে। এ ঘটনার জেরে পলি আক্তার মাথায় ১৬ টি সেলাই সমস্ত শরীরে বেধড়ক মারপিঠের ঘটনা ঘটায়।

 

এই মারপিঠের আহত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  মারপিঠে  ঘটনায় জরিতরা হল, মোয়াজ্জেম আলী  বিশ্বাস, আনছার আলী বিশ্বাস, মোজাম্মেল আলী বিশ্বাস, মোফাজ্জল হোসেন বিশ্বাস, মকলেচুর রহমান টিপু, আলমিন বিশ্বাস, আরিফ বিশ্বাস।  এ ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরা মারপিট করেন। মৃত সামছদ্দিন বিশ্বাস ছেলে   আবু সাইদ বিশ্বাস কলেন,  দুই বছর ধরে হয়রানি করছে। এ পর্যন্ত ১০ জিডি করা হয়েছে। স্থানীয়  দশটি গ্রাম্য শালিস দরবার করেও নিস্কৃতি পাননি। পারিবারিক সুত্রে জানা যায়, বিশ্বাস গোষ্ঠির প্রায় ৪৫ বিঘা জমি থাকলেও ভায়ের ন্যায্যতা হিসাবে ১২/১৩ বিঘা জমি পায়। বড় ভাই আনছার আলী বিশ্বাসের ভায়ের ছেলেরা যৌবনদীপ্ত হওয়ায় জোড়জুলুম করে পেশী শক্তি ব্যবহার করে  ভায়ের ন্যায্য জমির অধিকার থেকে বঞ্চিত করেছে।  পুলিশ প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজের কাজ হয়নি। সরজমিন  গিয়ে দেখতে গেলে, আনছার আলী বিশ্বাসের সহধর্মিণী  নাজমা খাতুন বলেন দালানের কলামের রড  কর্তন করার সময় আমি নিষেধ করেছি।  কিন্তু আমার ছেলেরা ও আমার স্বামী মানে নাই। জোরপূর্বক  দালানের রড কর্তন করেছে। এ বিষয় খোকসা থানার অফিসার মঈনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি  নিয়ে থানায় একটি ডাইরি করেছে বিষয়টি  তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট