1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা চট্টগ্রামের সাংবাদিকদের ঐক্য উৎসব পারকি সৈকতে গড়লো অভূতপূর্ব দৃষ্টান্ত পুলিশ হেফাজতে মৃত্যু মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে আনোয়ারায় বিক্ষোভ ও সড়ক অবরোধ! “বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক: ব্যবহৃত মোটরসাইকেল জব্দ” হোমনায় মহান মে দিবস উপলক্ষে  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি  ড. মোহাম্মদ ইউনূস এর শুভ আগমনে বোয়ালখালীবাসীর পক্ষ থেকে হাজী মোহাম্মদ আলম ববির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে পরিবারের ৮ জনকে বেঁধে ছয়টি দোকান ঘর গুঁড়িয়ে দিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা রোদেলা দুপুরে পারকি সৈকতের বালুকাবেলায় কলম যোদ্ধারা,স্মৃতিময় এক মে দিবস! ড. মোহাম্মদ ইউনূসের দক্ষিণ চট্টগ্রাম সফর

খোকসায় জমিজমা সংক্রান্ত ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বিল্ডিং বাড়ি  নির্মানে বাঁধা,

শেখ মোঃ আকরাম হোসেন 
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

 কুষ্টিয়ার খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের নিশ্চিতবাড়ীয়া গ্রামে  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে  ভায়ে ভায়ে দ্বন্দ্ব দালান নির্মানে মাঝে মধ্যে  বাঁধা, দালানের রাতে রড কর্তনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত আটটার সময় সু পরিকল্পিত ভাবে নিশ্চিতবাড়ীয়া নিজ বসত বাড়ীর আঙিনায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ এলাকার প্রভার শালী গোষ্ঠী  মৃত হাতেম বিশ্বাসের ছেলেদের মধ্যে এই  জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব  চলছে। মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে সাত্তার বিশ্বাস বলেন, আমরা আট ভাই তিন বোন সহ পাঁচ ভাই বাইরে চাকরি করে বাহিরে। তারা মাঝে মধ্যে বাড়ীতে আসে। চাকরি করার কারনে বাবার জমির ন্যায্যতা থেকে বঞ্চিত করে। সেই  সাথে তাদের সাথে দুব্যবহার করে। তার বড় ভাই আনছার আলী বিশ্বাস। ৫০ লক্ষ টাকার নির্মানকৃত দালানের ক্ষতিসাধন করার অভিযোগও উঠেছে। গত ২২/১২/২০২৪ ইং তারিখে তার সহধর্মিণী পলি আক্তার মারধোর করে। এ ঘটনার জেরে পলি আক্তার মাথায় ১৬ টি সেলাই সমস্ত শরীরে বেধড়ক মারপিঠের ঘটনা ঘটায়।

 

এই মারপিঠের আহত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  মারপিঠে  ঘটনায় জরিতরা হল, মোয়াজ্জেম আলী  বিশ্বাস, আনছার আলী বিশ্বাস, মোজাম্মেল আলী বিশ্বাস, মোফাজ্জল হোসেন বিশ্বাস, মকলেচুর রহমান টিপু, আলমিন বিশ্বাস, আরিফ বিশ্বাস।  এ ছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরা মারপিট করেন। মৃত সামছদ্দিন বিশ্বাস ছেলে   আবু সাইদ বিশ্বাস কলেন,  দুই বছর ধরে হয়রানি করছে। এ পর্যন্ত ১০ জিডি করা হয়েছে। স্থানীয়  দশটি গ্রাম্য শালিস দরবার করেও নিস্কৃতি পাননি। পারিবারিক সুত্রে জানা যায়, বিশ্বাস গোষ্ঠির প্রায় ৪৫ বিঘা জমি থাকলেও ভায়ের ন্যায্যতা হিসাবে ১২/১৩ বিঘা জমি পায়। বড় ভাই আনছার আলী বিশ্বাসের ভায়ের ছেলেরা যৌবনদীপ্ত হওয়ায় জোড়জুলুম করে পেশী শক্তি ব্যবহার করে  ভায়ের ন্যায্য জমির অধিকার থেকে বঞ্চিত করেছে।  পুলিশ প্রশাসনের কাছে ধর্না দিয়েও কাজের কাজ হয়নি। সরজমিন  গিয়ে দেখতে গেলে, আনছার আলী বিশ্বাসের সহধর্মিণী  নাজমা খাতুন বলেন দালানের কলামের রড  কর্তন করার সময় আমি নিষেধ করেছি।  কিন্তু আমার ছেলেরা ও আমার স্বামী মানে নাই। জোরপূর্বক  দালানের রড কর্তন করেছে। এ বিষয় খোকসা থানার অফিসার মঈনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি  নিয়ে থানায় একটি ডাইরি করেছে বিষয়টি  তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট