1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
রাঙামাটিতে এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের জনসভা অনুষ্ঠিত দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ৫ জানুয়ারি মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প, মার্কিন হামলার প্রস্তুতির নিন্দা ভেনেজুয়েলার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি

জীবনসংগ্রাম : মানবতার ক্রন্দন

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বৃদ্ধটি রিকশা চালাচ্ছেন, তার শরীর কুঁজো হয়ে আছে, বয়সের ভারে বেঁকে গেছে, তবু থামছেন না। মাথার উপর আকাশ যেন কান্না করছে—বৃষ্টি ঝরছে, একফোঁটা-দুইফোঁটা, তারপর প্রবল বর্ষণ। আর বৃদ্ধ? তাঁর কাছে বৃষ্টি মানে কোনো স্নিগ্ধতা নয়, শুধুই বাধা। কিন্তু সেই বাধা পেরিয়েও জীবনের চাকাটা তিনি টেনে নিয়ে যাচ্ছেন, রিকশার চাকার মতো। কারণ থামার সুযোগ নেই, থামতে নেই। কোথায় আছে সেই ন্যায্যতা, সেই সহানুভূতি, যে এক বৃদ্ধ মানুষকে এই পরিণতিতে পৌঁছায় না? যে সমাজে কোটি কোটি টাকার লুটপাট হয়, অসংখ্য মানুষের সম্পদ জমা হয় শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষের ঘরে, সেখানে এই বৃদ্ধ কীভাবে সামান্য এক মুঠো ভাত জোগাড় করবেন? রাষ্ট্র, সমাজ—সবই যেন তার চোখের সামনে অস্পষ্ট হয়ে গেছে। তার যন্ত্রণা, তার ক্লান্তি, তার খালি পেটের জন্য কারও কোনো মাথাব্যথা নেই। তিনি যেন ভেসে বেড়াচ্ছেন এক অনন্ত ক্লান্তির মাঝে, যেখানে কেউ নেই তাকে টেনে তুলতে।

আমাদের পৃথিবী এতো নির্মম কেন? সেই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। আমরা দেখছি, আমরা জানছি, কিন্তু আমরা কী করছি? সমাজে এই অসাম্যের যে গভীর ক্ষত, তা কি কোনো দিন নিরাময় হবে? মানবিকতার খাতিরে আমাদের উচিত এভাবে চেয়ে না থাকা। আমাদের চোখ যদি শুধুমাত্র সহানুভূতির দৃষ্টি নিয়ে বৃদ্ধটির দিকে চেয়ে থাকে, তবে তা যথেষ্ট নয়। আমাদের সমাজে এই অবিচার দূর করার, দুর্নীতির অবসান ঘটানোর যে তাগিদ, তা আমাদের হাতে রয়েছে। আমাদের কাজ হবে এইসব নির্জীব মানুষদের জীবনে আলো ফেলা। তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের সবার। বৃদ্ধের নুয়ে পড়া শরীরের এই ক্লান্তি আমাদের সভ্যতার ব্যর্থতার প্রতিচ্ছবি। যতদিন না আমরা তাঁকে রাস্তায় থেকে তুলে নিয়ে তাঁর প্রাপ্য সম্মান দিতে পারি, ততদিন আমাদের মানবতা অপূর্ণ থেকে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট