1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে উত্তাল জনসভার দাবি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন! আইজিপি ব্যাজে ভূষিত পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ: নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক পুলিশের উজ্জ্বল প্রতীক! চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনকে আইজিপি ব্যাজ: নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার প্রতীক! কোতোয়ালি থানায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার শেষ হলো দাওয়াতে ইসলামীর তিনদিনের চট্টগ্রাম বিভাগীয় ইজতেমা বালুকাবেলার আত্মঘোষণা: যেখানে সাংবাদিকতা হয়ে ওঠে প্রতিবাদের কবিতা

ফজলে করিম চৌধুরী  আটক: রাউজানবাসীর শ্বাসরুদ্ধকর শাসনের অবসান-

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাউজানের আলো-বাতাসে আজ যেন ভিন্ন এক সুর। দীর্ঘ দিনের আতঙ্কের সম্রাট, অপরাধ জগতের অপ্রতিরোধ্য শক্তি ফজলে করিম চৌধুরী অবশেষে ধরা পড়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্তে বিজিবির হাতে আটক হওয়ার পর রাউজানের মানুষের মুখে শুধু একটাই কথা, “এবার ন্যায়বিচারের দিন এসেছে।”ফজলে করিম: ভয় এবং শোষণের নাম
ফজলে করিম চৌধুরী কেবল একটি নাম নয়, রাউজানবাসীর জন্য এটি ছিল ভয়, জুলুম, এবং শোষণের প্রতীক। দীর্ঘ বছর ধরে তিনি রাউজান উপজেলাকে ব্যক্তিগত সাম্রাজ্য হিসেবে ব্যবহার করে আসছিলেন। তার ছায়াতলে নির্মমভাবে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। তিনি নিজেকে “বাঘ” মনে করতেন, যিনি পুরো রাউজানবাসীকে তার শাসনের তলে জিম্মি করে রেখেছিলেন। ক্ষমতার জোরে কোনো বিরোধিতার সুযোগ দিতেন না, কেউ তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলেই তাকে হয়তো জীবনের মূল্য দিতে হতো।নুরুল আলম নুরু হত্যাকাণ্ড: ফজলে করিমের বর্বরতার এক জ্বলন্ত উদাহরণ
ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যা ফজলে করিমের অপরাধসমূহের মধ্যে একটি অন্যতম বর্বরতম উদাহরণ। চট্টগ্রাম শহর থেকে নুরুকে এসআই শেখ জাবেদের মাধ্যমে ধরে এনে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে ফজলে করিমের কিলার বাহিনী দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নুরুর লাশ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়। ফজলে করিমের নির্দেশেই এই ঠাণ্ডা মাথার খুন সংগঠিত হয়েছিল। তৎকালীন এসপি নুরে আলম মিনা ও ওসি কেফায়েত উল্লাহও এই হত্যাকাণ্ডে জড়িত থাকলেও রহস্য জনক ভাবে তারা এই মামলার তালিকা থেকে বাদ পড়ে যান।
এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচন করতে গিয়ে আমি বহু তথ্য সংগ্রহ করেছি এবং বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য কাজ করে যাচ্ছি। নুরুর মতো আরও অনেকেই ফজলে করিমের নিষ্ঠুরতার শিকার হয়েছেন। তার অপরাধের হাত থেকে রেহাই পায়নি প্রবাসী মুসা। কবর জিয়ারতের পর প্রকাশ্যে তাকে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় ফজলে করিমের কিলার বাহিনীর হাতে। এই ধরনের নৃশংস ঘটনা ফজলে করিমের শাসনকালের লোমহর্ষক এক অধ্যায়।রাউজানবাসীর মুক্তির আনন্দ এবং নতুন প্রত্যাশা
ফজলে করিমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই রাউজানের মানুষ শ্বাসরুদ্ধকর এক অবস্থা থেকে মুক্তির স্বাদ পাচ্ছে। যারা এতদিন তার অপরাধের কারণে মুখ খুলতে পারেনি, তারা আজ মুক্ত কণ্ঠে প্রতিবাদ করতে পারছে। পুরো রাউজান এবং চট্টগ্রাম আজ একসঙ্গে ফজলে করিমের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। তার গ্রেপ্তারের খবরে রাস্তায় রাস্তায় মানুষের আনন্দ-উল্লাস চোখে পড়ার মতো। সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়—সবাই তার বিচার চেয়ে সরব হয়েছে।
ফজলে করিমের শাসনকালের পতন: রাউজানের নতুন শুরু ফজলে করিমের মতো একজন অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা কেবল রাউজানের জন্য নয়, চট্টগ্রামের জন্যও এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দীর্ঘ দিন ধরে শোষণ, নির্যাতন, এবং অপরাধের শিকার মানুষগুলো আজ নতুনভাবে স্বপ্ন দেখছে ন্যায়ের আলোয় আলোকিত ভবিষ্যতের। ফজলে করিমের গ্রেপ্তার যদি সঠিক বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে যায়, তবে এটি হবে রাউজানের নতুন শুরুর সূচনা।অপরাধ, শাসন, এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমি আমার অনুসন্ধানী কলম থামাবো না। ফজলে করিমের অপকর্মের বিবরণ, তার কিলার বাহিনীর কাজকর্ম এবং রাউজানবাসীর অসীম দুঃখ-দুর্দশার গল্প আমি তুলে ধরতে থাকব। খুব শীঘ্রই আমার অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে এসবের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠবে ইনশাআল্লাহ। রাউজানের মানুষ যেন আর কখনো কোনো ‘ফজলে করিম’ এর শাসনে শোষিত না হয়, এটাই আমার কামনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট