1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ী রয়েলিটি চাওয়া নিয়ে সংঘর্ষের উভয়পক্ষে  আহত – ৭ জন

সারোয়ার হোসাইন,
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়াস্থ শান্তির মোড়ে উত্তোলিত বালু বিক্রির পর ইজারাদারের পক্ষে রয়েলিটি চাওয়া নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষের জেরে উভয়পক্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। এরমধ্যে ইজারাদার পক্ষের গুরুতর ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর দুটি বালু মহাল কোটি টাকার উপরে দরপত্রের মাধ্যমে ইজারা দেয় জেলা প্রশাসন। গত ২৬ আগস্ট সোমবার বুরুঙ্গা এলাকায় মন্তাজ আলী নামে এক বালু ব্যবসায়ী এক ট্রাক বালু বিক্রি করেন। এসময় বিক্রিত বালুর রয়েলিটি আদায় করতে যান ইজারাদারের নিয়োগকৃত প্রতিনিধি মমিন। দাবীকৃত রয়েলিটি ৮ হাজার টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় মমিন ওই বালু বিক্রিতে বাধা দিয়ে চলে আসেন। এতে ক্রেতা বালু রেখে চলে গেলে লোড এবং আনলোডে বিক্রেতা মন্তাজের ৬ হাজার টাকা লোকসান হয়। এ নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত এবং পরবর্তীতে দুইপক্ষের মাঝে পাল্টাপাল্টি মারধরের ঘটনাও ঘটে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই দ্বন্দ্বের জেরে মন্তাজ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শান্তির মোড় এলাকায় মমিনদের লোকেদের উপর হামলা চালায়। এসময় রক্তক্ষয়ী সংঘর্ষে মমিনদের পক্ষের আমিনুল ইসলাম (৪৫), সাইদুল ইসলাম (৪০), ইন্তাজ আলী (৬০), হামেদ আলী (৬৫) ও আবু হানিফ (৩২) গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদিকে পাল্টা হামলায় মন্তাজের পক্ষের দুইজন আহত হলে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মমিন জানান, মন্তাজের পক্ষে ইসলাম মেম্বারের নির্দেশে মাজম আলী, হারুনসহ অন্তত ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের উপর হামলা করে। এসময় দুই জনকে কুপিয়ে রাস্তার পাশে ঝোপের আড়ালে ফেলে রাখা হয়।
বালু ব্যবসায়ী বাছির জানান, বালু কেনা নিয়ে মমিনের সাথে মন্তাজের তর্ক হয়েছিল। পরে বিষয়টি মিমাংসা করে দেওয়ার কথা জানিয়েছিলেন ইজারাদার। কিন্তু এর আগেই মন্তাজেরা মমিনদের উপর হামলা করেছে।
মমিনের ভাই সাইফুল ইসলাম জানান, বালু নিয়ে আমার ভাইকে তারা হুমকী দিয়েছে। সন্ধ্যায় আমরা বারমারী বাজারে ছিলাম। পরে খবর পাই, শান্তির মোড়ে এসে ইসলাম মেম্বার, মোন্তাজ, মাজম আলী ও হারুনরা মিলে কুপিয়ে ব্রিজের নিচে, বাঁশ ঝাড়ের নিচে কয়েকজনকে ফেলে রেখেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলাম মেম্বার জানান, আমরা আগে থেকেই বালু উত্তোলন করে আসছি, রয়েলিটি দিতে হয়নি। এখন ইজারা পেলেও কার্যাদেশ দেওয়া হয়নি বলে রয়েলিটি দেওয়া হয়নি। নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে তিনি জানান, রয়েলিটি চাওয়া নিয়ে দ্বন্দ্বে তারা আমাদের লোকেদের মারধর করে। পরে আমার নিষে না মেনে এলাকার ছেলেরা তাদের উপর পাল্টা হামলা করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট