1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আবুল হাসানকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সহিংসতার নির্মম চিত্র! ব্রাহ্মণবাড়িয়া আইসক্রিম ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান তলবী সভা অবৈধ ঘোষণা: গাইবান্ধা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব-2 ‎পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক ‎ঘোড়াঘাটে মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় ৬৩ মণ ভারতীয় গরুর মাংস জব্দ, আটক ২ শহর পেরিয়ে ভয়ংকর কিশোরগ্যাং কালচারে এখন মিরসরাইয়ে গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ গলাচিপা-কলাগাছিয়া সড়কের করুণ দশা, উপেক্ষিত জনদুর্ভোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে আসামি করায় ব্যাপক ক্ষোভ

ভুয়া হাজিরা প্রদানের সময় কামাল নামের এক ব্যাক্তি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

আদালত প্রতিবেদক:

মিথ্যা পরিচয়ে অন্যের পক্ষে ভুয়া হাজিরা প্রদানের সময় মোঃ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবকর ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখারের আদালতে এ ঘটনা ঘটে। জানা যায়, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রূপনগর থানাধীন বর্ধিত পল্লবী নুরানী হাউজিং মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় আসামীগণের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড, অরাজকতা সৃষ্টি, নাশকতামূলক কাজ এবং সহায়তা করার অপরাধে রুপনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। যা বর্তমানে ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও ১৫ নং বিশেষ ট্রাইবুন্যালে বিচারাধীন রয়েছে। উক্ত মামলাটি এদিন সাক্ষীর জন্য দিন ধার্য্য ছিলো। সকাল অনুমান ১১:০০ ঘটিকায় আদালতে উক্ত মামলাটি শুনানীর সময় জনৈক ব্যক্তি নিজেকে উক্ত মামলার এজাহরানামীয় ও চার্জশিটনামীয় আসামী আমজাদ হোসেন মোল্লা (৫১), পিতাঃ হাজী সুজরত আলী মোল্লা, স্থায়ী সাংঃ ১/৩, কাঠাল তলা, গ্রামঃ দুয়ারীপাড়া, উপজেলা/থানাঃ রূপনগর, ঢাকা বলে পরিচয় দেন। উক্ত ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় এবং হাজিরার দরখাস্তে ইতিপূর্বে উক্ত আসামী প্রদত্ত দস্তখতের সাথে অদ্য প্রদত্ত দস্তখতের গড়মিল পরিলক্ষিত হওয়ায় উক্ত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করার নিমিত্তে আসামী আমজাদ হোসেন মোল্লার পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশুলী জনাব মোঃ সারোয়ার হোসাইনকে উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয় কিন্তু তিনি আদালতের কার্যঘন্টা মধ্যে উক্ত নির্দেশ প্রতিপালন করেননি। পরবর্তীতে আদালতে উপস্থিত পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি নিজের নাম মোঃ কামাল, পিতাঃ মৃত মহিদুল ফকির, মাতাঃ মৃত সুলেখা খাতুন, গ্রামঃ জাওয়ার, থানাঃ নড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ, বর্তমানের দুয়ারীপাড়া, (আমজাদ হোসেন মোল্লার বাড়ীর কেয়ারটেকার) থানাঃ রূপনগর, ডি.এম.পি. ঢাকা মর্মে জানান। উপর্যুক্ত ব্যক্তি মোঃ কামাল, আসামী আমজাদ হোসেন মোল্লা ও তার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী পরস্পর যোগসাজশে জনৈক ব্যক্তি মোঃ কামাল অত্র মামলার এজাহারনামীয় আসামী আমজাদ হোসেন মোল্লা নন জানা সত্ত্বেও মামলার বিচার কার্যক্রম ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে অসাধুভাবে উক্ত ব্যক্তিকে মিথ্যা পরিচয় দান করে আদালতের সাথে প্রতারণা করেছে। এ অভিযোগে ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও ১৫ নং বিশেষ ট্রাইবুন্যাল ঢাকা এর বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী কোতয়ালী থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট