
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ১৯ জানুয়ারি সোমবার সকালে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় । অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জানান, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।