
মামা-ভাগিনার মোটরসাইকেল কে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ গেলে আরিফ (২০) নামে মোটরসাইকেল এক আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (১৯ জানুয়ারী) সকাল ৯টার দিকে অক্সিজেন হাটহাজারী মহাসড়কের চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক উত্তর মাদার্শা ইউনিয়নের রহমতঘোনার আবদুর শুক্কুর (পুল মিস্ত্রি) ছেলে বলে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হন আরিফের মামা।স্থানীয় সূত্রে জানা যায়, নগর মূখী ইটবোঝাই ট্রাক ও মোটরসাইকেল যাওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মাথার মগজ বেরিয়ে আসে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অজ্ঞাত বেপরোয়া গতির ইট ভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এ ঘটনায় আরিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয় তার মামা । স্থানীয়রা আহত একজন কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দূর্ঘটনার খবর খবর পেয়েছি। ঘটনাস্থলে টিম যাচ্ছে। পরে বিস্তারিত জানাবো।