1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
নোবিপ্রবিতে গণভোট সচেতনতা বিষয়ক কর্মশালা নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী আ. লীগ নেতা মিজান, দেশে প্রত্যাবর্তনে হয়ে গেলেন বিএনপি আমেরিকা প্রবাসী আ. লীগ নেতা মিজান, দেশে প্রত্যাবর্তনে হয়ে গেলেন বিএনপি! নির্বাচনী প্রস্তুতি ও গণভোট: আজ গাইবান্ধা আসছেন উপদেষ্টা আসিফ নজরুল গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে ইউরোপের পাল্টা প্রতিক্রিয়া আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের মাহমুদপুরে দোয়া মাহফিল নির্বাচন উপলক্ষে নরসিংদীতে প্রচার চালাচ্ছে ভোটের গাড়ী কসমস ফুলের সৌন্দর্যে মুখরিত এলাকা, বাড়ছে দর্শনার্থীর আগ্রহ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের মাহমুদপুরে দোয়া মাহফিল

ইনছান সরদার, শরীয়তপুর :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সীর সভাপতিত্বে এবং বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহিন ও মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিন মাদবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মোফাজ্জেল হোসেন ফকির, শাহ মোঃ আব্দুস সালাম, বিএম হারুন অর রশিদ, সদর উপজেলার সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুজ্জামান খান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান শাহজাহান ঢালী, চন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন আখন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ্যাড. নুরুজ্জামান সিপন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান,মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মোসলেম ঢালী, ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক মোশাররফ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূর মোহাম্মদ খান, সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দলের শওকত খান, বিএনপি নেতা আঃ রাজজাক খান, খলিল কাজী, আ:রাজ্জাক সরদার, সিরাজ খান, ফারুক সিপাই, সালাউদ্দিন খান সালু্, মামুন সরদার, নজরুল সরদার, শাহআলম খান, আনোয়ার মুন্সী, মোতালেব হাওলাদর্‌, হানিফ ফকির, যুবদল নেতা আনোয়ার খন্দকার, মুনসুর সরদার, শওকত হোসেন মাদবর, ইরান মুন্সী, রনি মুন্সী, শফিক মুন্সী, আমির হোসেন মোড়ল, রেজাউল খান।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট