
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলমান তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েন।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিববি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিজ উদ্যোগে লোকচক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় গমন করে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বহস্তে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল বিতরণ করেন।
রাতের আঁধারে এমন মানবিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত ও বিস্মিত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার এই নীরব ও নিঃস্বার্থ উদ্যোগে বেসামরিক অঙ্গনে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার হয়েছে।
সাধারণ জনগণ মনে করছেন, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই মানবদরদী ও জনহিতকর কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।