
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মতিঝিল থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ সোহেল। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মনিরুল ইসলাম বাবু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত তুইয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন এনামুল হক ফয়সাল।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক-উজ-জামান সোয়েব ও খায়রুল ইসলাম। প্রচার সম্পাদক হিসেবে মোঃ শাওন এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে মাহিদুল ইসলাম মাহিন দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মঈনুল ইসলাম বাধন এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোবাসের আলী মুবিন মনোনীত হয়েছেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে নাঈমুর রহমান মাহিন, উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে আইয়ান আহম্মেদ আজান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুল আরিয়ান দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রাবেয়া বেগম, নানজিবা হক রূপা, আকাশ হোসেন, মোঃ সাব্বির, গাজী বড় মুসোলিন লোপন, রাইহান আহম্মেদ ও সিয়াম আহম্মেদ।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন এবং কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোঃ তাজুল বাসার তাপু সুপারিশ করে দপ্তরে প্রেরণ করেন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে মতিঝিল থানায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।