
দেয়াল ভাঙার গান
পঁচিশ সালটা তো কেটে গেল-
কিছু ধুলো জমল দৃষ্টির কাঁচে আর কিছু মনের কোণে।
বারান্দার সেই পুরনো আড্ডাগুলো এখন যেন কেমন পর পর লাগে,
সবাই আছে, শুধু মানুষের ভেতরের সেই ‘মানুষটা’ কোথায়?
চারদিকে আজকাল বড্ড বেশি ফাঁকা,
বুকের ভেতরটা হাহাকার করে অবিশ্বাসে।
তবুও, এই ভাঙাচোরা দিনগুলোর মাঝেই তো আমাদের বেঁচে থাকা।
একটু মায়া, একটু চোখের কোণের জল-
এসব কি খুব বেশি চাওয়া?
আমরা কি পারি না নিজেদের এই জেদটুকু ভেঙে ফেলতে?
ছাব্বিশের সকালটা হয়তো আর পাঁচটা দিনের মতোই হবে,
সূর্য উঠবে সেই একই ভাবে।
কিন্তু ওই যে-একটা খ্যাপাটে ইচ্ছা হয় মনে,
সব ক্ষত লুকিয়ে আবার একবার বুক চিতিয়ে দাঁড়ানোর।
মানুষ তো মানুষের জন্যই মরে,
আবার মানুষের হাত ধরেই বাঁচে।