
১০ জানুয়ারি শনিবার মানিকগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের বান্দুটিয়া বেলা ১১ ঘটিকায় মানিকগঞ্জ জাদুঘরের অডিটোরিয়ামে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা ও মেহের আজিজ ফাউন্ডেশন এবং রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী। বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সাবেক সচিব নঈম আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি, অধ্যাপক আবুল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আইনজীবী সীমা ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ, জয়নাল আবেদীন, তানজিলা ইয়াসমিন, কল্পনা সুলতানা, স্বপ্না রানী সিংহ ও মোঃ শাসুল আলম প্রমুখ।