
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাড়ে অবস্থিত বেলুটিয়া চরাঞ্চলের-দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে-সমাজ উন্নয়ন কার্যক্রম-“সুক” (SUK) এনজিও’র উদ্যোগে দু’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গিভ বাংলাদেশ ( Give Bangladesh) এর সহায়তায়-
শুক্রবার (৯ জানুয়ারি-২০২৬ খ্রি.) সকালে উক্ত কম্বল বিতরণ করার পর যমুনা নদীর পাড়ে অবস্থিত পুঠিয়াবাড়ী জগনাথবাড়ীঘাট, চরমালশাপাড়ায় এলাকায় বসবাসরত দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসীদের মাঝে ও কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, শার্প এনজিও’র চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ। এসময় সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমন্বয়কারী- রুনালায়লা এবং শাখা ব্যবস্থাপক-মোঃ সোহাগ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এই কম্বল বিতরণ কার্যক্রম করেন । এই প্রচন্ড কনকনে শীত হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত অবস্থায় শীতার্ত দরিদ্র, অসহায়, ছিন্নমূল, বস্তিবাসী মানুষেরা কম্বল পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।