
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুইপক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে আফরোজ মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সরাইল থানার দেওড়া এলাকার আব্দুর রশিদ মেম্বারের ছেলে ও মামলার ১নং আসামি শাহজাহান মিয়া (৫৫) এবং মৃত আহমদ আলীর ছেলে ও ৩নং আসামি আনোয়ার মিয়া (৫০)।
র্যাব সূত্রে জানা যায়, নিহত আফরোজ মিয়ার পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ নভেম্বর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীরা ভিকটিম ও তার আত্মীয়স্বজনের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে বিবাদীদের ছোড়া বল্লমের আঘাতে আফরোজ মিয়ার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। পরে অন্যান্য বিবাদীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের নাতি বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযানের বিবরণ:
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১টায় দেওড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং ও ৩নং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে গত ২১ ডিসেম্বর এই মামলার ২৩নং আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।