1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

সিন্ডিকেটের গ্যাড়াকলে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প

জামাল হোছাইন কক্সবাজার :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীকয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত কোলপাওয়ার কর্মকর্তাদের ঠিকাদারী সিন্ডিকেটের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে এমনটি অভিযোগ আব্দু ছালাম নামে স্থানীয় এক বাসিন্দার। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটি অভিযোগ করে পোস্ট দিয়েছেন। শুধু আব্দু ছালামের না এমন অভিযোগ স্থানীয় সাব ঠিকাদারদেরও।
জানাগেছে, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে বেশ কিছু কর্মকর্তা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন প্রভাবশালী একটি সিন্ডিকেট। চাকরির আড়ালে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে এই চক্র। প্রকল্পে অনুসন্ধানে গিয়ে এই সিন্ডিকেটের কর্মকাণ্ডের স্থানীয় ঠিকাদার ও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বলছেন, এই চক্রের কারণে তারা প্রকল্পের কাজ থেকে বঞ্চিত। এছাড়াও মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের মেরামত, রক্ষাণাবেক্ষণ ও সার্ভিসিং কার্যক্রম সম্পাদনে শর্ত সাপেক্ষে ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান কে নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়া অন্য ঠিকাদাররা টেন্ডার ফেললেই তা গ্রহণ যোগ্য হবে না। যার কারণে এ ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আতাত করে কোল পাওয়ারের সংশ্লিষ্ট কর্তারা টাকা কামাই করার আরো একটি পথ সুগম হলো।

এ ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে ইস্পাত বিল্ডিং এন্ড টেকনোলজি পল্লবী ঢাকা, মোহনা ইন্টারন্যাশনাল মাতারবাড়ী, লেভেন ইন্ডাস্ট্রিয়াল লি: মতিঝিল, ঢাকা। এ প্রকল্পে কোটি কোটি টাকার টেন্ডারের কাজ চলবে। এসব কাজ করতে পারবে শুধু তাদেঁর নির্ধারিত ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান। পৃথিবীতে এমন ইতিহাস বিরল বলছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র জানিয়েছেন, মোহনা নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফরহাদ কোটি কোটি টাকা কর্জ টাকার ভারে কয়েক বছর যাবৎ আত্নগোপনে চলে গেছে। তার এই প্রতিষ্ঠানের নামে কাজ করছে প্রকল্পে কর্মরত কর্তারা। জমি গেছে মাতারবাড়ী বাসীর। বেকার হয়েছে মাতারবাড়ীর মানুষ। ঢাকা ভিত্তিক প্রকল্পে কর্মরত চাকুরীজীবিরা চাকুরীর পাশাপাশি সিন্ডিকেট করে পুরো প্রকল্পের কাজ করবে। তা অত্যান্ত দু:খ জনক মনে করছেন সুশিল সমাজের লোকজন। তা বাস্তবায়ন হলে দুর্নীতির আঁকড়া পরিণত হবে প্রকল্পটি। এ সিন্ডিকেট প্রথা বাতিল করে উন্মুতভাবে টেন্ডার হলে প্রকল্পের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। বৈষম্য নীতি বন্ধ করার দাবী ওই এলাকার বাসিন্দাদের।

জানাযায়, শুধু ঠিকাদারী সিন্ডিকেট বানিজ্য করে থামেনি। সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের একক ক্ষমতা বলে বিভিন্ন সিন্ডিকেট করে অনিয়ম দুর্নীতির এক স্বর্গ রাজ্য গড়ে তুলেছিলেন। তখন থেকে নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন সিকিউরিটি অফিসারের নেতৃত্বে আর একটি চোর সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে।

দীর্ঘদিন ধরে চোর সিন্ডিকেটের মাধ্যমে প্রকল্পের স্ক্রাভ সহ বিভিন্ন মালামাল চুরি করে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও সাবেক পিডি আবুল কালাম আজাদের ক্ষমতাবলে পার পেয়ে যায় অন্যরা। এভাবে ধরা পড়েনি শতকোটি টাকার মালামাল। বিষয়টি নিশ্চিত করেছেন একটি গোয়েন্দা সংস্থা। তাদের নজরদারীতেই ধরা পড়েছিল প্রায় ১৫ কোটি টাকার ক্যাবল। তিনটি কন্টেইনারে থাকা প্রায় ১৫ কোটি টাকার ক্যাবল পাচারের সময় জড়িতদের আটক করেছিল নৌবাহিনীর টহল দল।

গত বছরের শনিবার ৩১ আগস্ট সকাল ১১ টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর একটি বার্জে করে জাহাজে নেওয়ার সময় মালামাল সহ তাদেরকে আটক করা হয়। কোল পাওয়ারের চোরাই কাজে জড়িত সিন্ডিকেটটি এখনো বহাল রয়েছে। অন্তরালে থেকে জড়িত রয়েছেন চোরাই কাজে। তাদের শনাক্ত করা না গেলে রাস্ট্রের মূল্যবান সবকিছু পাচার করে তারাই ধনকুবের মালিক বনে যাচ্ছে।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার হাসান জানান, এসব বিষয়ে আমি অবগত না। তবে ঢাকা অফিস জানতে পারে। আমাদের কাজ হচ্ছে গেইট চেক করা। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট