
গত ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ,পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়ার সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৮ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে মিরপুর উপজেলার ফিক্সড চিমনির ইটভাটা এম এন বি ব্রিকসকে ৪ লাখ টাকা,এস কে আর ব্রিকসকে ৪ লাখ টাকা ,এবি ব্রিকসকে ৫ লাখ টাকা, ভাই ভাই ব্রিকসকে ৪ লাখ টাকাও সদর উপজেলার ফিক্সড চিমনির ইটভাটা এম আই এইচ ব্রিকসকে ৩লাখ টাকা,এ এস এস বি ব্রিকসকে ৩লাখ টাকা,এ এস এসবি -২ ব্রিকসকে ৩ লাখ টাকা ,এনবি সি ব্রিকসকে ৩ লাখ টাকা সহ মোট ২৯ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সমস্ত ইটভাটা গুলো ফিক্সড চিমনির হওয়ায় এসকেভেটর দিয়ে ভাটা গুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং সমুদয় কাচাইট নষ্ট করে দেওয়া হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক নাসরিন সুলতানা সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী গণ। কুষ্টিয়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা অভিযানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। পরিবেশ দূষণ রোধে ও অবৈধ ইটভাটা বন্ধে খুলনা বিভাগের সকল জেলায় এমন অভিযান চলমান রয়েছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।