
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সেজন্য দেশের প্রতিটি সেক্টর নিয়ে তারেক রহমানের প্লান আছে। সামাজিক উন্নয়ন নিয়ে প্লান আছে, অর্থনীতি নিয়ে প্লান আছে, কর্মসংস্থান নিয়ে প্লান, শিক্ষা নিয়ে প্লান আছে। তেমনি শরীয়তপুরকে নিয়েও একটা প্লান আছে। গত ১৭ বছরে শরীয়তপুরকে বলা হয় অবহেলিত শরীয়তপুর। শরীয়তপুরকে মর্ডান এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমানের একটা প্লান আছে। বিএনপি যদি ক্ষমতায় আসে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে গর্বিত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) শরীয়তপুর-৩ আসনে তার নির্বাচনী এলাকায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকের জন্য ফ্যামেলি কার্ড হবে, এটা তারেক রহমানের আইডিয়া। প্রত্যেকটা ফ্যামেলি ও কৃষকের হাতে যাতে একটা অর্থ থাকতে পারে সেজন্য এটা করা হবে। এটা তারেক রহমানের ইনোভেটিভ চিন্তা। আমাদের নিয়ত সহীহ, তাই আমরা এটা প্রোপারলি করতে পারবো, ইনশাআল্লাহ।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।