
নওগাঁ জেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে শীত। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে। শীতবস্ত্রের অভাবে অনেকেই কষ্ট করে দিন পার করছেন।
বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া আরও শীতল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপও বেড়েছে কয়েকগুণ।
একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে গরম পোশাকের সংকট-এই দুইয়ের চাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। অনেক দরিদ্র পরিবারে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ছোট শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই শীতজনিত সমস্যা—সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের দাবি, দ্রুত পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি। নইলে তীব্র শীতে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।