1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা, বিপাকে জনজীবন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় গত কয়েকদিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও সূর্য না ওঠায় কনকনে শীতে কাঁপছে রাজশাহী। এই শীতে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা অনেক বেড়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষরা।

ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে নগরী ও গ্রামাঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল ধীরগতি। অনেক জায়গায় কুয়াশার কারণে চালকরা সতর্কতার সঙ্গে গাড়ি চালান।

তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীত থেকে বাঁচতে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। অনেকে আবার ভোরে কাজে বের হতে না পেরে দেরিতে জীবিকার সন্ধানে বের হয়েছেন।

শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিকিৎসকরা শীত এড়াতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। গতকাল সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বেলা ১১টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট