
পর্তুগালে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ানদের অন্যতম সামাজিক সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগাল”-এর নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগালের রাজধানীতে অবস্থিত লিটন টার্কিশ গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কাজী আনোয়ার হোসেন কায়েফকে সভাপতি, কাজী মইনুর ইসলামকে সিনিয়র সহসভাপতি, সোহাগ হাসানকে সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম ফেরদৌসকে সিনিয়র সাধারণ সম্পাদক, সাব্বির মাহমুদকে সাংগঠনিক সম্পাদক এবং মাহাদী ইসলাম জয়-কে কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা, সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো এবং যেকোনো বিপদাপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু শিকদার, শেখ সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম জয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহেদুজ্জামান মোল্লা, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম জয়সহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সদস্যরা।
এছাড়াও প্রতিষ্ঠাকালীন সময়ে সাংগঠনিক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী মেহেদী হাছান মানিক, বর্তমান প্রধান উপদেষ্টা সাহাদাৎ হুসাইন শাহিন, উপদেষ্টা ফারুকুল ইসলাম, কাজী সাত্তার, সাহেদুজ্জামান মোল্লা, এস এম জাবেদ, আবদুল্লাহ আল মামুন, নাছির মিয়া, মজিবুর রহমান, আশিকুর রহমান, জহিরুল ইসলাম তুহিন, খায়রুল ইসলাম, আকরামুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় চার থেকে পাঁচ শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন। অতিথিদের সম্মানে ভোজের আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।