
নওগাঁর রানীনগর সহকারী জজ কোর্টের বেঞ্চ সহকারী আলী হাসান বিদ্যুৎ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি পারনওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আছাদ আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে সকালে কর্মস্থলে যাওয়ার পথে কোর্ট সংলগ্ন বলাকা পেট্রোল পাম্পের সামনে একটি কাকড়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের সহকর্মী ও স্বজনরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।