
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে যেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফারের সুযোগ দেওয়া হয়—সে বিষয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বানিয়াস এলাকায় অবস্থিত আজিজ টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং প্রতিষ্ঠানের তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও মুহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুসা হেলালি, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, আবুধাবি জনতা ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল হক, আবু নাছের, আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম শহীদ, আব্দুর রহিম, ইকবাল সিকদারসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ মুসা হেলালি বলেন, দীর্ঘ বছর ধরে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে আজিজ টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং। ভবিষ্যতেও অত্যন্ত সুলভ মূল্যে প্রবাসীদের সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি।