1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎চলতি বছরে রংপুরে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১৫২

‎সানোয়ারুল ইসলাম সোহান,
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রংপুরে বিভাগের আট জেলায় গত সাড়ে ১১ মাসে প্রায় দশ হাজার অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে ৩ হাজারের বেশি মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করার পাশাপাশি সমপরিমাণ মামলাও হয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে গত ২৫ ডিসেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।মাদক কারবারি ও মাদকের বিস্তার রোধে ধারাবাহিক ও সমন্বিত অভিযানের মাধ্যমে কাজ করছে সরকারি এ সংস্থাটি। গত সাড়ে ১১ মাসে প্রায় ১০ হাজার ৬০০ কেজি গাঁজা, সাড়ে চার হাজার বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম হেরোইন এবং সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দেশি-বিদেশি বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়েছে।

‎অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বেচাকেনায় ব্যবহৃত যানবাহন ও  নগদ অর্থও জব্দ করা হয়েছে। মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৮ লাখ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ১৮টি মোটরসাইকেল, ৩টি মাইক্রোবাস, ৩টি সিএনজিচালিত অটোরিকশা, ১০টি ইজিবাইক এবং ৬৪টি মোবাইল ফোন।এ সকল যানবাহন ও যোগাযোগের সরঞ্জাম দীর্ঘদিন ধরে মাদক পরিবহনে, ও কারবারিদের মধ্যে যোগাযোগ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল হিসেবে রংপুর বিভাগকে মাদক কারবারিদের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেন তারা।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন বলেন, বিভাগজুড়ে গত সাড়ে ১১ মাসে মোট ৯ হাজার ৯১০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ২৭টি মামলা হয়েছে। এছাড়া এসব মামলায় ৩ হাজার ১৫২ জন মাদকসংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎সংস্থাটির এ কর্মকর্তার দাবি, রংপুর বিভাগের আটটি জেলায় প্রতিদিন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবনকারী, মাদক কারবারি, পরিবহনকারী ও সহযোগীদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান আরও জোরদার করা হবে বলে প্রতিবেদকে জানান, মাসুদ হোসেন আরও  বলেন, মাদক শুধু একটি নেশাজাতীয় দ্রব্য নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, নষ্ট হচ্ছে পরিবার ও সামাজিক বন্ধন। সে কারণেই মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট