
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় এবারও মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস, কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুবাইয়ের মুশরিফ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিআইপি হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির, শহিদুল ইসলাম চৌধুরী, মোঃ শাহাবুদ্দিন, নুরুল আমিন প্রধান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোঃ লোকমান হোসেন, ফিরোজ খান, শামীম আহমেদ, ওমর ফারুক, ফিরোজ আহমেদ নয়ন, আতিকুর রহমান, মাইনুদ্দীন কিশো, মোঃ মুরাদ খান, মোহাম্মদ মনির হোসেন, মোঃ শফিক আলম সজল, সালাউদ্দিন আরিফ, মোঃ মামুন, দেলোয়ার শামীম, আবু হানিফ নোমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে দেশের ইতিহাস ও সংস্কৃতি ধরে রাখতে রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে গড়ে ওঠে-এটাই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
দিনব্যাপী আয়োজনে মধ্যাহ্ন ভোজের পর মহিলাদের বালিশ খেলা, পুরুষদের বল পাসিং,ছেলে-মেয়েদের দৌড় প্রতিযোগিতাসহ শিশু-কিশোর ও নারীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। আনন্দ-আড্ডা ও বিজয়ের উল্লাসে মেতে ওঠেন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যদের পরিবার-পরিজন এবং আগত অতিথিরা। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।