
” সাহিত্য রসে সিক্ত হোক ধরা” উক্তিটি সামনে রেখে উৎসব মুখর পরিবেশে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সার্বিক আয়োজনে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার জয়নগর সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরী মিলনায়তনে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দ্যুতি পত্রিকার মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ, উন্মুক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের কালোত্তীর্ণ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের প্রধান পৃষ্ঠপোষক “তীক্ষ্ণ ধীশক্তি সম্পন্ন ও প্রখর বুদ্ধিদীপ্ত” প্রফেসর ড. সাঈদা হোসাইনী মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরী একটি আলোকিত সাংস্কৃতিক বাতিঘর। এই মিলনায়তনকে কেন্দ্র করে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি যে নিষ্ঠা, প্রতিশ্রুতি ও সৃজনশীল মননে তাঁদের কর্মকান্ড পরিচালনা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। চতুর্থ বার্ষিকী উপলক্ষ্যে তিনি আরো বলেন, এই সংগঠনটি সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা হয়ে মানিকগঞ্জ তথা দেশের জন্য এক উজ্জল গৌরব অর্জন করে কবি সাহিত্যিকদের সৃষ্টিশীল কর্মকাণ্ড আমাকে নব প্রেরণার উন্মাদনা জমিয়েছে। ২৩ ডিসেম্বর সংগঠনের চতুর্থ বার্ষিকী এবং এ উপলক্ষ্যে প্রকাশিত দ্যুতি সাহিত্য পত্রিকা এই দুই আনন্দঘন সংবাদ আমার হৃদয় পরিতৃপ্তি পরিপূর্ণ হয়েছে। আজ আমি পারিবারিক ভাবে আহত তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে বলছি একটি বিষয় মনে রাখবেন সাহিত্য মানুষের চেতনা, প্রজ্ঞা, নন্দনবোধ ও মানবিকতাকে জাগ্রত করে তাঁর সৌরভ চারিদিকে আমোদিত হয়। যে জাতি সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে সেই জাতি বিশ্বের দরবারে মনোনশীলতার শীর্ষে অবস্থান করে। ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে কবি সাহিত্যিকরা গল্প প্রবন্ধ কবিতা ও নানান ক্যাটাগরিতে সাহিত্যের মাধ্যমে সামাজিক চিন্তা মানবিকতা ও নৈতিকতার সুর উঁচু করে ধরেছেন।
উপদেষ্টা মণ্ডলী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল মোজাহিদ, লেখক অধ্যাপক আবুল ইসলাম শিকদার, মানিকগঞ্জ এন. পি .আই পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সহ-সভাপতি মোঃ আইয়ুব বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আলীনুর, সাধারণ সম্পাদক কবি কাইয়ুম শাহজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ সাঈদ হোসেন, সহসাহিত্য সম্পাদক কল্পনা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ওয়ারেশ পাশা পলাশ, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার সিরাজুম মুনির চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন শবনম, সহ-প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক দেওয়ান মিজানুর রহমান, শিল্প ও সাহিত্য গবেষণা সম্পাদক এস. এম, রাব্বি, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসি,
সহ মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না রানী সিংহ, সদস্য তানিয়া আফরোজ, সদস্য মীর মোঃ মঞ্জুর হোসেন চিশতী, সদস্য মোঃ শামছুল হক সূর্য, সদস্য মোঃ মেছের আলী, সদস্য মোঃ শাসুল আলম, সদস্য মোঃ জাকির হোসেন রাজু, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, প্রগতিশীল সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম দিপক, মানিকগঞ্জ নজরুল প্রমিলা সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাদল, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক এনামুল হক খান, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ জিন্নত আলী ও কমরেড দুলাল বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের পক্ষ্য থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. সাঈদা হোসাইনী মামুনকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁদের এমন সুন্দর উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।