1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

আমিরাতে বিজয় দিবস উপলক্ষে জমকালো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি মোহাম্মদ জাকির, উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক, মাকসুদুর রহমান বিপ্লব, ফিরোজ আহমেদ নয়ন, ফিরোজ খান, লোকমান খান, মুফতি মাসুম বিল্লাহ, নাসির উদ্দিন ও দুলাল সরকার।
এছাড়াও আজমানে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহপরান বিন সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, অর্থ সম্পাদক বাবর, প্রচার সম্পাদক সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন ওমর ফারুক, নাসির উদ্দীন, মোঃ শাহাবুদ্দিন, আতিকুর রহমান, মোঃ নয়ন, লোকমান হাকিম, মাসুম বিল্লাহ, কাজী মাহতাব, রুহুল কুদ্দুস, হাবিবুর রহমান বাবু, জিন্নাত শামীম আলী, মাকসুদুর রহমান ও শামীম আহমেদ।
দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বাংলা টাইগার দলের নেতৃত্ব দেন মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, ইয়ংস্টার দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ শাহপরান, স্বাধীন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রাজিব এবং নিউ বাগদাদ দলের নেতৃত্ব দেন ফাহিম।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাধীন বাংলাদেশ দল নিউ বাগদাদ দলকে ৫৫ রানে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমন এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহফুজ।
খেলা শেষে সকল খেলোয়াড়ের গলায় সম্মানসূচক মেডেল পরিয়ে দেওয়া হয় এবং বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে। জাতীয় দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই ধরনের টুর্নামেন্ট প্রবাসী তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মানসিক প্রশান্তি প্রদান করে এবং অপরাধপ্রবণতা হ্রাসে ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে এ ধরনের ইতিবাচক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট