গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া ডাকঘর এলাকায় রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বাস উল্টে হেলপার সুমন মিয়া (৪০) নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। নিহত সুমন উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা যা”িছল। পথে সাকোয়া মাঝিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনা¯’লেই বাসের হেলপার সুমন মিয়া মারা যান। এসময় অনন্ত ১০ জন যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার হয়েছে।