
নরসিংদীতে সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার (এসপি) এর সঙ্গে জেলার স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন,অতীতে কী হয়েছে, তা দিয়ে কাউকে বিচার করা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী একটি নরসিংদী গড়ে তুলতে চাই তিনি।তিনি আরও বলেন,নতুন বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। বিশেষ করে মাদক নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারেসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।