1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

সুবর্ণচরে টেকসই কৃষির মান উন্নয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ আবদুল আজিজ , নোয়াখালী :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচর উপজেলায় টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং অপর ১ হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার প্রদান করা হয়। প্রতিটি কৃষক ১০ কেজি চিনাবাদাম বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৮ কেজি সয়াবিন বীজের সঙ্গে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
কৃষকেরা এই প্রণোদনা পেয়ে সবাই আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট