1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ  তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ইবিআর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন  কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা  আইনের চোখে সবাই সমান-আইন ও অধিকার ফাউন্ডেশন

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা 

শেখ সাদী সুমন, ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

​”মানবাধিকার হোক সবার জন্য, সুরক্ষিত হোক মানবিক সম্মান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫(১০ ডিসেম্বর) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে ঐতিহ্যবাহী ‘বার আউলিয়া সংস্থা’র উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার আউলিয়া সংস্থার সভাপতি মোঃ আবুল খায়ের। বিশিষ্ট সাংবাদিক লায়ন এম এ মুসা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক জোটের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর। এছাড়া, প্রধান বক্তা হিসেবে মোঃ আমির ফারুক, প্রধান মেহমান হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং প্রধান আকর্ষণ হিসেবে জহির উদ্দিন তিতাস সভায় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জনাব মোঃ আবু মুসা।

​প্রধান অতিথি এডভোকেট জাহাঙ্গীর দেশের নাগরিক অধিকার ও বিচারপ্রাপ্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আইন সবার জন্য সমান। সমাজের প্রান্তিক মানুষগুলোর সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হতে হবে। বার আউলিয়া সংস্থার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
​উদ্বোধক লায়ন এম এ মুসা গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বলেন, “গণমাধ্যম হলো মানবাধিকারের অতন্দ্র প্রহরী। সমাজের যেকোনো অবিচার ও বৈষম্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের এই দায়িত্ব পালন করতে হবে। মানুষের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য।”
​সভাপতির বক্তব্যে মোঃ আবুল খায়ের সংস্থার লক্ষ্য তুলে ধরে বলেন, “আমাদের সংস্থার মূল লক্ষ্যই হলো এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মানবিক অধিকার রক্ষায় কাজ করা। বিশ্ব দরবারে মানবাধিকারের যে অঙ্গীকার নেওয়া হয়েছে, আমরা স্থানীয়ভাবে তা বাস্তবায়নে বদ্ধপরিকর।”

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন ভূঁইয়া, শ্রমিক নেতা মোঃ মনির চৌধুরী, সরদার মোঃ রিপন খান, সরদার মোঃ আশরাফ উদ্দিন, কৃষক নেতা মোঃ মঞ্জু ভূঁইয়া এবং যুব নেতা মোঃ তানভীর ভূঁইয়া। এছাড়াও জার্নালিস্ট রোমান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
​আমি এই নিউজটিকে আপনার জন্য এখন আরো সংক্ষিপ্ত করে দিতে পারি, অথবা এর শিরোনামে পরিবর্তন এনে দিতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট