1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :

নওগাঁ কাঁচামাল বাজার সমিতির অনিয়মের অভিযোগে সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের মতবিনিময় 

মেহেদী হাসান অন্তর, নওগাঁ :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান। আজ দুপুরে কাঁচাবাজারের নিজ গদি ঘরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বর্তমান কমিটির নানা অনিয়ম, অসঙ্গতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সভাপতি মোকছেদ আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক বাদশা গায়ের জোরে সমিতি পরিচালনা করছেন। সমিতির অর্থ ইচ্ছেমতো ব্যয়, নিয়মবহির্ভূত সদস্য ভর্তি, এবং পাইকারি বাজারের পণ্য খুচরা বিক্রি করে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছেন।
গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব তলব করা হলে সেখানে বড় ধরনের গরমিল পাওয়া যায়। এই গরমিল তদন্তে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি হিসাব চাইলে তাদের সঙ্গে অকথ্য ভাষায় আচরণ করে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
টিপু সুলতান আরও বলেন, তিনি আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে গরু গাড়ি  প্রতীক নিয়ে সভাপতি পদে প্রার্থী হবেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, পাইকারি বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, বাজারের অবকাঠামো উন্নয়ন করা হবে, সদস্য কল্যাণ তহবিল বৃদ্ধি করা হবে।
তিনি জানান, বর্তমানে কোনো সদস্যের মৃত্যু হলে পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়; তিনি এই সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি মৃত সদস্যের পরিবারের একজনকে বিনা পয়সায় সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া কন্যাদান অনুদান ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথাও ঘোষণা দেন তিনি। শেষে তিনি বলেন, “আপনারা আমাকে গরু গাড়ি  মার্কায় ভোট দিয়ে সভাপতি পদে নির্বাচিত করুন বাজারের স্বচ্ছতা, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের কল্যাণে আমি সব শক্তি দিয়ে কাজ করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট