নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান পত্রিকার ছাঁটাইকৃত শতাধিক সাংবাদিক পাওনা আদায়ে বুধবার (৩ এপ্রিল) মানববন্ধন করেন। এদিন সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কর্মসূচি পালন করে।
দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইষ্ট-ওয়েষ্ট মিডিয়ার ডেইলি সান, কালের কণ্ঠে কর্মরত ছিলেন তারা। অনেকেই রয়েছেন যাদের হাত দিয়ে প্রতিষ্ঠান তিনটি আলোরমুখ দেখেছে। গত ২৩ অক্টোবর নাগাদ তারা কর্মরত ছিলেন। এরই মধ্যে বিনা নোটিশে তাদের কাউকে চাকরিচ্যুত এবং কাউকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাওয়া পরিশোধ করতে ছাঁটাইকৃতদের অনুকূলে চেক দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। কিন্তু সে চেকও প্রত্যাখ্যাত হয়েছে। চেক ডিসঅনার এবং দীর্ঘ দিনেও পাওনা পরিশোধ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন সংবাদকর্মীরা। সামনে ঈদ প্রায় দেড়শ পরিবারের সামনে শুধুই অনিশ্চয়তা। এ অবস্থায় রাজপথে আন্দোলনের বিকল্প নেই তাদের হাতে।
এমতাবস্থায় মালিকপক্ষের প্রতিনিধির সাধে যোগাযোগ করে কোনো সদুত্তর পাইনি। বারবার তাগাদা দেয়া স্বত্বেও তারাও কোনোই কর্ণপাত করছেন না। চাকরি হারিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে নিদারুন অর্থকষ্টের মধ্যদিয়ে দিনাতিপাত করছি। অনেকের ছেলেমেয়ের পড়াশুনা বন্ধের উপক্রম।
পাওনা আদায়ে গঠন করা হয়েছে সংগ্রাম কমিটি।
এ কমিটির আহ্বায়ক আলিমুজ্জামান বলেন, দেশের বৃহত্তম গ্রুপটিতে কাজ করে আসছি। বসুন্ধরা গ্রুপটির প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে। আমরা চেষ্টা করেছি পাওনা বুঝে পেতে। কিন্তু তারা যে চেক দিয়েছে তা বাউন্স হয়েছে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা কোনো সদোত্তর বা সুরাহা দিচ্ছে না। এ অবস্থায় রাষ্ট্রকে জানান দেয়া ছাড়া বিকল্প ছিল না।
গ্রুপটির সংশ্লিষ্টরা আমাদের পাওনা পরিশোধ করে তাদের সুনাম অক্ষুন্ন রাখবে বলে আশা করেন তিনি।