মোবাইল ছাড়া কারো কারো,
হয়না টয়লেট ক্লিয়ার।
কমোডে বসে দেখতে থাকে ,
এইচডি ভিডিও গ্লেয়ার।কারো কারো মোবাইল ছাড়া,
হয়না রাতে ঘুম।
বুকের নিচে বালিশ রেখে,
স্কিনে দেয় চুম ।কেউ আবার মোবাইল দিয়ে,
দেহ বিকিয়ে ফেরে।
কেউ আবার মোবাইল দিয়ে
কারো ইজ্জত মারে।
মোবাইল ছাড়া কেউ আবার,
মিলনে পায়না সুখ।
মোবাইল দেখে স্টাইল শিখে,
কাটায় সময় টুক।
কেউ আবার মোবাইল দেখে,
চালায় বিশেষ কাজ।
দুর্বল হয়ে বিয়ের আগে ই,
কপালে চিন্তার ভাঁজ।