1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার লামায় ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ৬ লেনে উন্নীতকরণের দাবি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা ও  আলোচনা সভা  গৌরনদীতে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড গাইবান্ধা, ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা হত্যার হুমকি থানায় অভিযোগ  ৩২ তম বাৎসরিক ওরশ মোবারক ও গুনীসম্মাননা ২০২৫

নবীনগর প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শওকত আলী,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব তার দীর্ঘ পথচলায় কালের স্বাক্ষী হয়ে ৪০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব চত্বরে কেক কেটে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করে সাংবাদিকরা।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুল, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কার্যকরী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহনূর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, জামাল হোসেন পান্না, মোহাম্মদ আবদুল হাদী, মাহবুবুর রহমান, তানজিনা আক্তার শিলা প্রমুখ।

এ সময় বক্তারা প্রেসক্লাবের চার দশকের যাত্রাপথ ,প্রেসক্লাবের উন্নয়ন, স্থানীয় সাংবাদিকতার ব্যর্থতা ও সার্থকতা তুলে ধরেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের ভূমিকার প্রশংসা করে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট