কবিতা / ” শীতের পিঠা” / রাহেলা আক্তার
রাহেলা আক্তার
-
প্রকাশিত:
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

” শীতের পিঠা”
কুয়াশার চাদর মুড়িয়ে
এলোরে শীতের ভোর ;
ভাপা,পুলির ধুম লেগেছে
চৌদিকে পড়ছে শৌর।
হরেক রকম শীতের পিঠা
মায়ে আমার ভাজে;
খেজুর রসে গরম পায়েস
রাঁধেন মাঝে মাঝে।
হরেক স্বাদের পিঠা খেতে
দারুণ মজা লাগে,
মনটা আমার বেজায় ভারি
কম পড়িলে ভাগে।
পিঠা খেতে ভালোবাসি
আসলে শীতের সকাল;
বিস্বাদ লাগে পিঠা আবার
বর্ষণ আসলে অকাল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন