কবিতা / এই দেশটা কার? / মো. আব্দুল আলিম
মো. আব্দুল আলিম
-
প্রকাশিত:
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এই দেশটা কার?
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
দিনে রাতে
রক্তের স্রোতে
মারছে মানুষ
হচ্ছে বেহুশ
দেখার দরকার।
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
পুড়ছে বাড়ি
পুড়ছে গাড়ি
নেই বাকি আর।
এই দেশটা কার?
হচ্ছে ছারখার
নৈরাজ্যে দেশ
হচ্ছে কেন শেষ
বিবেক জাগার।
এই দেশটা কার?
মুক্তি সেনার
ন’য় মাস যুদ্ধে
তারায় ঊর্ধ্বে
রূখো এবার।
এই দেশটা কার?
এই দেশটা সবার
মিলে মিশে
রাখো দিশে
গর্জে আবার।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন