1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার

বাউফলে  প্রধান আসামিসহ  চারজনের নাম বাদ দেয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া বাউফল (পটুয়াখালী)
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে অর্থের বিনিময়ে একটি হত্যা চেষ্টা মামলার প্রধান আসামিসহ চারজনের নাম বাদ দেয়ার অভিযোগ এনে তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমানের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মোসাঃ পুস্প বেগম। বুধবার ( ১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বাউফল পৌর শহরের গুলশান রোর্ড এলাকার একটি রেস্তোরায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী মোসাঃ পুস্প বেগম বলেন, গত ১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সেলিম সিপাহি তার বাড়ির সামনে তাদের জমিতে নেট জাল দিয়ে বেড়া দিতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীর সিপাহি (৫০), ফিরোজ হাওলাদার (৪০), মাহাবুব সিপাহি (৫০), আলমগীর সিপাহি (৪০), এনামুল সিপাহি (২৫), বশার সিপাহি (৩৫), মোশাররফ সিপাহি (৩৫), কুদ্দুস হাং (৫০) ও ডালিয়া বেগম (৪০) ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে সেলিম সিপাহি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার দিনই সেলিম সিপাহির স্ত্রী পুস্প বেগম বাদী হয়ে বাউফল থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। কিন্তু পরিবারটির অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদুর রহমান তাদের সাথে অশোভন আচরন করেন। এবং আসামীদের পক্ষ হয়ে তাদের বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেন। তিনি বাদী পক্ষকে না জানিয়ে গোপনে আসামীদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে মামলার প্রধান আসামী সহ ৪ জনের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে এস আই মাসুদুর রহমান তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা নেন। পরে বাদী পক্ষকে না জানিয়ে আসামিদের কাছ থেকেও মোটা অঙ্কের ঘুষ নিয়ে এজাহারের ১,২, ৫ ও ৯ নম্বর আসামিসহ প্রধান চারজনের নাম তদন্ত প্রতিবেদন থেকে বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। ভুক্তভোগী পরিবার দ্রæত মামলাটি পুনঃতদস্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট